আমাদের কথা খুঁজে নিন

   

প্রভাব খাটাতে আওয়ামী লীগ প্রার্থীদের তদবù

প্রধান বিরোধী দল বিএনপি-বিহীন নির্বাচনেও আওয়ামী লীগের অনেক প্রার্থীর অবস্থা ভালো নয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে যাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসনিকভাবে প্রভাব খাটিয়ে জয় পাওয়ার জন্য ওইসব প্রার্থী দলের কেন্দ্রীয় নেতা ও দলীয় কার্যালয়ে যোগাযোগ শুরু করেছেন। এলাকায় গিয়ে নিজের হেরে যাওয়ার সম্ভাবনা দেখে অনেকেই ঢাকায় চলে এসেছেন। ধরনা দিচ্ছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। কেউ কেউ মোবাইলফোনে এবং প্রতিনিধির মাধ্যমে জয়ের ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করে কেন্দ্রীয় নেতাদের অনুরোধ করছেন। দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তবে দলের নীতিগত সিদ্ধান্ত কোনো ধরনের হস্তক্ষেপ করবে না আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সূত্রমতে, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও প্রায় অর্ধশত আসনে আওয়ামী লীগের প্রার্থীদের অবস্থা নাজুক। এসব আসনে শক্ত অবস্থানে রয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীরা। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচনী এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। যে কারণে আওয়ামী লীগের প্রার্থীরা শেষ মুহূর্তে এসে প্রশাসনিক প্রভাব খাটাতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এদের মধ্যে দলের নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতাও রয়েছেন। তারা দলের শীর্ষ হাইকমান্ড পর্যন্তও ধরনা দিচ্ছেন বলে জানা গেছে। বিরোধী দল-বিহীন নির্বাচনেও এসব প্রার্থী নিয়ে দল এখন অনেকটা বিপাকে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এক নেতা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়াই আওয়ামী লীগের অন্যতম কাজ। কোনোভাবেইনির্বাচনকে প্রভাবিত করবে না আওয়ামী লীগ। ভোটাররা যাকে ভোট দেবে, সেই নির্বাচিত হবে। এটা নেত্রীর নির্দেশ।

দলটির একটি সূত্র জানিয়েছে, যারা জয়ের জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন তাদের কেন্দ্র থেকে কোনো সহযোগিতা করা হবে না। কারণ জোটের বাইরে কোনো প্রার্থী নেই। সুতরাং প্রশাসনকে দিয়ে প্রভাব খাটিয়ে জয় নিশ্চিত করলে আওয়ামী লীগ দুর্নামের ভাগী হবে। এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো ধরনের দুর্নামের ভাগী হতে চায় না। দলের হাইকমান্ড চাচ্ছে, মানুষ যাকে ভোট দেবে সেই বিজয়ী হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.