আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো অন্য কোথা্ও..অন্য কোন সময় ( নতুন গল্প )

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com
আপনার মনে আছে আপনি বলে ছিলেন " আমাদের আবারও দেখা হবে..হয়তো অন্য কোথা্ও..অন্য কোন সময়.." আমি কিন্তু কথাটা বিশ্বাস করতাম। বলেই রাহুলের চোখের দিকে তাকায় আনু। রাহুলের মুখে হাসি..আমিও বিশ্বাস করতাম.. দুজনেই চুপ হয় যায়, মনে হয় কথা বলার কিছুই পাচ্ছেনা কেওই? "comfortable silence" মনে হয় একেই বলে..রেস্স্টুরেন্টে সামনা সামনি বসে দুজন..রাহুল চোখ ফিরিয়ে নেয় আনুর চোখ থেকে..তার মনে হয় আনু তার ভেতরের কি যেন পড়ছে. রাহুল দেখে তার পাশের ছোট্টো মেয়েটি তার সফটড্রিংসে পাইপ দিয়ে ফু দিচ্ছে...তার মনে পড়ে যায় সেই ছোট্টো ছোট্টো গোলাপী আর হলুদ ব্যালে ডান্সার দের কথা, তার জীবনের দেখা সবচেয়ে আনন্দময় ডিনার... : আপনার মা কেমন আছে? আনুর প্রশ্নে বত`মানে ফিরে আসে রাহুল। : মা ভালো আছে..সবাই ভাল আছে... : রাহুল ভাই নাফিসা কেমন আছে? আপনার সাথে যোগাযোগ আছে? ও কোথায় আছে? জিঙ্গাসা করেই হাসতে থাকে আনু... : জানি না..মনে হয় বিয়ে করেছে..সংসারী হয়ে গেছে..অনেক দিন হয় নেটে দেখিনি ওকে... : আমি আপনাকে বলেছিলাম আপনাকে নাফিসার কথা বলে সারা জীবন জ্বালাবো... : সারা জীবন আর জ্বালাতে পারলে কই..? বলেই হাসে ওর চোখের দিকে তাকিয়ে... আনু চুপ হয়ে যায় হঠাৎ করেই.. :আমার চুলের স্টাইলটা কেমন হয়েছে? ঠিক আছেতো? : আনু হেসে বলে..আপনি স্টাইল পাল্টালেন কিন্তু আমাকে দেখালেন না... : তোমার বাবা কেমন আছেন? কোথায় আছেন উনি? : উনি ভালই আছেন... ওয়েটার এগিয়ে আসে খাবারের অড`ার নিতে.... মেনু হাতে নিয়ে আনু বলে.. : এখানে গরুর ভুড়ি পাওয়া যায়না? হাসতে থাকে দুজনি...মনে পড়ে যায় "জাফরে" বসে দুপুরে লান্চ করার কথা... অড`ার শেষে আনু আবার জিঙ্গাসা করে... বিয়ে করছেন কবে? : জানিনা..এখন পারবো না...সময় লাগবে.. : কিউট..লক্ষী দেখে বিয়ে করে ফেলুন...আপনার বাবার সেই বন্ধুর মেয়ে কে বিয়ে করুন... : জানিনা... : শুধু আমিই কেন কস্ট করবো...আপনিও শুরু করুন... মৃদু হাসি আনুর ঠোটে.. : হা শুরু করতে হবে.... বলে চুপচাপ খেতে থাকে রাহুল.. :তোমার বাবা কেমন আছে? কোথায় আছেন উনি? : বাবা ভাল আছে.. সুস্হ আছেন.. ফিরে গেছেন.. কয়েক দিন হলো... : তুমি কবে উড়াল দিচ্ছো? আবার কবে দেশে ফিরবে? : কাগজ পত্র সব জমা দিয়েছি.. শীগ্রই হবে যাবে মনে হয়.... : সব কিছু যেন কেমন হয়ে গেল তাইনা? : হুম... শুরু করার আগেই যুদ্ধে পরাজিত... কোন সুযোগই পেলাম না.. হাসি মুখে বলে রাহুল... : হা আপনি তো পারেন এই হাসতে... সারা জীবন হাসতেই থাকেন... মরার আগেও হাসতে থাকবেন... কপট রাগ আনুর গলায়... হা হা হা আরো জোরে হাসতে থাকে রাহুল... : আর কি করার আছে আমার বল? হঠাৎ ফোন বেজে উঠে আনুর... হ্যাল... হা আমি ভাল আছি....কেনা কাটা শেষ... ঘন্টাখানেকের মধ্যে বাসায় পৌছে যাব...তুমি কখন ফিরবে?...হা.. ঠিক আছে... লাভ ইউ টু...বাই.. : ওয়েটারকে বিলের জন্য ইসারা দেয় রাহুল... বিল মিটিয়ে বাইরে এসে দাড়ায় দুজন.. : কদিন ঢাকায় আছেন? : পরশু...কাল খুব ব্যস্ত থাকবো...বাড়ীতে একটু কাজ আছে...আবার মা কে সময় দিতে হবে... আত্তীয় স্বজনদের সাথে দেখা করতে হবে...অনেক ব্যস্ততা... : হুম.. ঢাকায় এলে দেখা হবে... ফোনে কথাতো হবেই.. : রাহুল ট্যাক্সি ডাক দেয়... : ঠিক আছে... তুমি বাড়ি যাও... পরে দেখা হবে... : হা আবার দেখা হবে..." অন্য কোথাও... অন্য কোনখানে..." বলে মুচকি হাসে আনু... : হুম আবার দেখা হবে... আনু চলে যায়... রাহুল দাড়িয়ে ট্যাক্সির চলে যাওয়া দেখে...চিন্তা করে.. কেন এমনটা হয়... কেন প্রিয় জনকে এই ভাবে.. যেতে দিতে হয়...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.