লগ ইন করুন অথবা নিবন্ধন করুন

আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষার আরেক নাম ..............

আমি পথিক

কি ভাবে কি হয়ে যায় এই যেমন আপনি থেকে তুমি দুদন্ড চোখের আড়াল হলেই মন উথাল পাতাল আগে থেকে ভেবে রাখা হাজারো কথার মালা সামনে এলেই বেমালুম ভুলে যাওয়া শুধুই চোখে চোখ আর হাতে হাত রেখে বসে থাকা। চিঠির কথাগুলো যেন জীবন্ত যতবারই পড়িনা কেন মনে হয় প্রতিবারই নতুন। ভালোবাসার কথা কোথাও থাকেনা ওর চিঠিতে শুধুই স্বপ্নের জালবোনা কি হবে এতো ভবিষ্যতের কথা ভেবে? আমি শুধু বুঝি তুমি আছো আমি আছি হৃদয়ের কাছাকাছি। মুঠোফোনটা যদি আবিস্কার না হতো আমার তবে কি হতো! ভাবতেই পারিনা প্রতিদিন রাত ১২টার অপেক্ষা। তোমার কন্ঠ কানে এলে তবে শান্তি ভোরঅব্দি চলে তোমার সাথে কথোপকথন বিদায়ের আগে যখন তুমি বল"এবার তবে রাখি।" মনে হয় চিৎকার করে বলি "না" কিন্তু পারি না, মুখে বলি আচ্ছা ঠিক আছে....ভালো থেকো। এভাবেই চলছে আজ ৬ বছর। কবে আসবে তুমি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।