বাছারা,
আমরা অনেকেই আমাদের পৈত্রিক ধর্ম নিয়ে প্রশ্ন করতে ভয় পাই। ভাবি, প্রশ্ন করলই বুঝি ঈমান নষ্ট হয়ে যাবে। আমারও অনেক ভয় লাগে, কিন্তু তারপরো হাজারটা প্রশ্ন সব সময়ই মাথায় চারা দেয়। তোমাদের ভাইয়া বলেন, প্রশ্ন না করলে নাকি কিছু শিখা যায় না। সেদিন তোমাদের ভাইয়া ইন্টারনেট থেকে আকাশ মালিকের একটা বইয়ের হদিস দিলো।
বইটার নাম 'যে সত্য বলা হয়নি'। বইটা পড়ে আমার মাথায় প্রশ্নের পোকা আরো বেশি করে কিলবিল করতে শুরু করল। এটা ঠিক আমাদের নবীজী ইসলাম প্রচার করতে গিয়ে অনেক ভাল ভাল কাজ করেছিলেন। সেজন্যই তো তিনি মহামানব। কিন্তু তারপরও তাঁর কিছু কিছু কাজ মেনে নিতে পারছি না।
আমাদের মধ্যে কয়জন জানি যে, ইসলামকে 'শান্তির ধর্ম' বলা হলেও আমাদের মহানবী নিজেই তার জীবনকালে ৭০- ৮০টি যুদ্ধ করেছেন, এতর মধ্যে ২৯ টিতে নিজে নেতৃত্ব দিয়েছেন? অনেকগুলো যুদ্ধ মোটেই আত্মরকক্ষামুলক ছিলো না, রাতের আঁধারে উটের কাফেলায় আক্রমণ চালিয়ে ধন সম্পদ লুঠ করেছিলেন। আমাদের মধ্যে কয়জন জানি যে, বনি কুরাইজার ইহুদীদের আটশ জনকে এক রাতে হত্যা করেছিলেন তিনি, এমনকি তারা আত্মসমর্পন করার পরও?
আমাদের মধ্যে কয়জন জানি যে, কোরানের আদি সংকলক আব্দুল্লাহ ইবনে সা'দ, যিনি মহানবীর কাছ থেকে শুনে শুনে কোরানের বাণী লিখে রাখতেন তিনি ঐশী বাণীতে সন্দেহ পোষণ করে মুরতাদ হয়ে গিয়েছিলেন?
আমাদের মধ্যে কয়জন জানি যে, আমাদের প্রফেটকে যে আমরা কবি হিসবে দেখতে পছন্দ করি, তিনি তার সময় প্রফেটকে নিয়ে স্যাটায়ার লিখার অপরাধে আসমা বিনতে মারোয়ানকে হত্যা করেছিলেন? একই জিনিস হয়েছিলো আরেক কবি কার বিন আশরাফ আর আবু আফাকের ক্ষেত্রে।
আমাদের মধ্য কয়জন জানি যে, কোরানে চারটি বিয়ে করার অনুমতির উল্লেখ থাকলেও আমাদের মহানবী নিজেই সে নিয়ম মানেননি। ইতিহাস থেকে জানা যায়, প্রফেটের ২২ জন রমনীর সাথে সম্পর্ক ছিলো, এর মধ্যে ১৬ জনকে তিনি বিয়ে করেন, ২ জন দাসী আর ৪ জনের সাথে বিবাহবাহির্ভুত সম্পর্ক ছিল?
আমাদের মধ্যে কয়জন জানি যে, আমাদের প্রফেট বানু কুরাইজার ইহুদিদের হত্যা করে রায়হানাকে, খাইবারের যুদ্ধের পর সাফিয়াকে আর বানু আল মুস্তালিকের হামলা থেকে জাওয়াহিরাকে রক্ষিতা হিসেবে নির্বাচিত করেন। শুধু তাই না, আমাদের নবীজী তার পালক পুত্র জায়েদের স্ত্রী জয়নবের সৌন্দর্য দেখে কামায়িত হয়ে পরেন এবং পরে জায়েদকে দিয়ে তার স্ত্রীকে ডিভোর্স করিয়ে জয়নবকে বিয়ে করেন ।
এ ছাড়া, মারিয়া নামের এক দাসীর সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন মহানবী, যা নবীজীর স্ত্রী হাফসা এবং আয়েশাকে রাগান্বিত করেছিলো। এমনিক দাসী মারিয়ার সাথে সম্পর্ক স্থাপনের সময় হাফসাকে মিথ্যা কথা বলে তার পিতা ওমরের কাছে পাঠিয়ে দিয়েছিলেন মহানবী।
আমাদের মধ্যে কয়জন জানি যে, আমাদের প্রফেটকে 'উম্মি' বা নিরক্ষর ভাবা হলেও তিনি সম্ভবতঃ নিরক্ষর ছিলেন না। বহু হাদিস আছে যেখানে মুহম্মদ নিজ হাতে চুক্তির লাইন কেটে দিয়েছেন, কখনো বা নিজ হাতে ডকুমেন্ট রচনা করেছেন। এমন কি আয়েশার (রাঃ) সাথে বিবাহের কাবিনও তিনি নিজ হাতে লিখেছিলেন।
আমাদের মধ্যে কয়জন জানি যে, প্রথম খলিফা নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘটেনি, বরং ঘটেছিলো হঠাৎ করে? এক খলিফার বিরুদ্ধে আরেক খলিফা ষড়যন্ত্র করতেন ক্ষমতা দখলের জন্য?
আমাদের মধ্যে কয়জন জানি ইসলামের চারজন খলিফার মধ্যে তিনজনেরই স্বভাবিক মৃত্য হয়নি - তারা ঘাতকের হাতে নিহত হয়েছিলেন, বিপরীত দলের রোষে পড়ে।
হযরত আয়েশা(রাঃ) বনাম হযরত আলী(রাঃ)- শাশুড়ী বনাম জামাতার লজ্জাজনক যুদ্ধ হয়েছিলো যেখানে দুই পক্ষের অগনিত মানুষ নিহত হয়েছিল।
মুসলমান- মুসল্মানে লজ্জাজনক যুদ্ধ হয়েছিলো সিফফিনের ময়দানেও। হজরত আলীর সাথে মুবাইয়ার এই যুদ্ধে মারা যায় সত্তুর হাজার লোক।
আরো অনেক প্রশ্ন কিল বিল করছে মাথায়।
বাছারা তোমরা রাগ না করে খোলা মনে বইটা পড়তে পারো। অনেক রেফারেন্স আর গুরুত্বপূর্ণ তথ্য আছে বইটায়। আমি অবশ্য জানি না তথ্যগুলো অথেন্টিক কিনা বা সবগুলো ঘটনাই সত্যি কিনা। তবে বইটা চিন্তা জাগানোর মত। বইটার লিঙ্ক পেয়েছি এখানে -
"যে সত্য বলা হয়নি"
সবাইকে নববর্ষের শুভেচ্ছা, বাছারা।
তোমাদের মেজভাবী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।