আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ীর লিজ দাবার চাল!



বাড়ীর লিজ দাবার চাল হিসাবে আওয়ামীলিগ নিয়েছে? কয়েকদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকাতে দুই নেত্রী নিয়ে তর্ক-বিতর্ক এমন কি সাধারন মানুষের মাঝেও সব জায়গায় চলছে।বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকার কথা,কিন্তু একটি বাড়ী নিয়ে বিতর্কে জরানো কি ঠিক হয়েছে? যাহোক সরকারকে প্রভাব আর ৫ বছর ক্ষমতায় টিকে থাকতে হলে বেশ কিছু পলিটিক্স প্রয়োগ করেই থাকতে হবে তার মানে এই নয় সময়ের বিপক্ষে কাজ করা।সময় পরিবেশ সৃষ্টি করেছে যুদ্ধপারাধীর বিচার করার। এখন কিভাবে যুদ্ধপারাধীর বিচার করা যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করা এবং সাম্প্রতিক বি.ডি.আর বিদ্রোহের ঘটনার রহস্য বের করার তা না করে একটি বাড়ী নিযে সমগ্র দেশে বিতর্কের ঝর সৃষ্টি করছে।আওয়ামীলিগ কি সত্যিই ব্যর্থ ? তারা কি নির্বাচনের ইশতেহরে উল্লেখিত যুদ্ধপারাধীর বিচার করার কথা বলে এখন পারছেনা তাই রাজনৈতিক দাবার চাল হিসেবে বি.এন.পি নেত্রীর বাড়ীটি বেছে নিলেন? সমগ্র বাংলাদেশে একদিকে বাড়ী রক্ষার আন্দোলন অন্যদিকে যুদ্ধপারাধী রক্ষার আন্দোলন সরকারের বিপক্ষে যাবে এমন সময় সাধারন জনগনের সন্মুখে প্রকাশ করবেন বি.এন.পি যুদ্ধপারাধীর বিচার চাযনি তাই আমরা একা পারিনাই বা পারছিনা। তখন সমস্ত দায়ভার বি.এন.পির ঘারে দিয়ে হাসবেন? না এটা দেশত্ববোধ রাজনিতি নয় আমরা চায় মহত্তম বঙ্গবন্ধু মজিবরের মতো রাজনিতি প্রয়োজনে নিজে নিঃশেষ হয়ে যাবে তবু শত্রুর কাছে মাতা নত করবেনা।আপনারা কি চান একটি বাড়ীর দুইটি দরজার মধ্যে একটা খোলা রেখে অপর দরজা দিয়ে ধাওয়া করতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।