আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ীর কাছে আর্শীনগর

সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মুখ্য

(আমার) বাড়ীর কাছে আর্শী নগর সেথায় এক পড়শী বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে।। কি ব'লব সে পড়শীর কথা (তার) হস্ত পদ স্কন্ধ মাথা নাইরে--- সে যে ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে।। গিরাম বেড়ে অগাধ পানি (তার) নাই খেয়া ভাই নাই তরণী পারে--- আমার মনের বাঞ্ছা দেখব তারে ক্যামনে যাই ওপারে।। পড়শী যদি আমায় ছুঁতো (আমার) যম-যাতনা সকল যেত দূরে--- সে আর লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁক রে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।