আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাস্ত নদীর পাড়(বিকাল ৫.২৫মিনিট)



বাদামআলা :এই বাদেম,এই বাদেম(বাদাম)। আপা বাদাম দিব? আপা :না লাগবে না। ............. ব্যাক্তি১ :ইস দুপুরে যে কি রোদ পড়েছিল,আমি একদম ঘেমে একাকার। ব্যাক্তি২ :তার উপর বাসায় কারেন্ট খুব ডিষ্টাব করছে। ১ ঘন্টা থাকে তো ১ ঘন্টা নাই।

ব্যাক্তি৩ :বুঝলেন ভাই দেশের কারে›টের যে অবস্থা তাতে মনে হচ্ছে কারেন্ট থাকার চেয়ে না থাকায় ভাল। চা আলা :এই চা লাগবে চা, গরম গরম চা। ব্যাক্তি৩ :এই যাও তো। গরমের মধ্যে আবার গরম চা। ব্যাক্তি১ :এই গরমে মাখানো শসা শরিলের(শরীর)জন্য খুব উপকারী।

.......... ছেলে১:আজকের আকাশটা খুব সুন্দর লাগছে। তাই না? মেয়ে১ :হ্যা মাঝে মাঝে ঠান্ডা বাতাসও আসছে। ছেলে১ :কিছু খাবা? মেয়ে১ :না বাহিরে আমার কিছু খেতে ইচ্ছে করেনা। ......... ছেলে০১ :কি মামা প্রতিদিন কি তুমি আমারই সিগারেট খাবা?যাও একটা সিগারেট ধরিয়ে নিয়ে আস। ছেলে০২ :মামা টাকা পয়সার খুব অভাব মামা।

.......... মহিলা১:দেখেছেন আপা নদী পানি একদম নেই বললেই চলে। মহিলা২ :ছোটবেলায় আব্বা আমদের দুই ভাই-বোনকে এখানে গোসল করাতে নিয়ে আসতো। .......... মেয়ে০১ :বলোতো আজকে আমাকে কেমন লাগছে? ছেলে০১ :নীল আকাশের নীচে নীল শাড়িতে তোমাকে একদম নীল পরীর মত লাগছে। আচ্ছা বলোতো তুমি এত সুন্দর কেন? মেয়ে০১ :সবাইতো তাই বলে। তাওতো আজকে তেমন সাজতে পারিনি।

......... বয়স্ক ব্যাক্তি০১ : দেশ থেকে লজ্জা-শরম মনে হচ্ছে একদম উঠে যাচ্ছে(একা একা বিড়বিড় করতে করতে) ....................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.