আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাস্ত মানুষ ..........

মানুষের ব্যাস্ততা দিন দিন বাড়ছে । প্রতিনিয়ত ইনটারনেটের উপর নির্ভরশিল যহয়ে পরছে । কেনাকাটা , খবর , বিনোদন , তথ্য আদান প্রদান সহ আরো অনেক কিছুর সুযোগ সুবিধা ইন্টারনেট থেকে পাচ্ছে। এই লক্ষকে সামনে রেখে অনলাইনে স্টোর/দোকান খোলার একটা নতুন ধারা শুরু হয়েছে নিত্যদিন(http://www.nittodin.com) এই সাইটের মাধ্যমে । নিত্যদিনে একটা স্টোর/দোকান খললে যেসব সুবিধা আপনি পাচ্ছেন .. ১।

আপনার দোকানের সব ধরনের প্রডাক্ট একত্রে রাখাতে পারছেন । ২। নিত্যদিনে স্টোর/দোকান খোলার সাথে সাথে আপনার দোকানের একটি নিজস্ব ওয়েবসাইট তৈরি হচ্ছে । যেখানে আপনি আপনার নিজের ইচ্ছেমত আপনার দোকান সর্ম্পকে কোনটেন্ট দিতে পারবেন । ৩।

নিত্যদিনে প্রডাক্ট অ্যাড করার সাথে সাথে আপনার নিজস্ব ওয়েব সাইটেও প্রডাক্টগুলো অ্যাড হয়ে যাবে । ৪। কোন কাষ্টোমার আপনার কোন প্রডাক্টে রিভিউ দিলে সাথে সাথে নিত্যদিনে নোটিফিকেশনের মাধ্যমে তা আপনি জানতে পারবেন । ৫। প্রতেক ক্যাটেগরির প্রডাক্টের জন্য আলাদা আলাদা বৈশিষ্ট দিতে পারবেন আর যারা একটি প্রডাক্ট বা অল্প সংখ্যক প্রডাক্ট বিক্রি করতে চান তাদের জন্য আছে মার্কেট প্লেস . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.