আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাস্ত শহর, ব্যাস্ত জীবন



আচ্ছা,ব্যাস্ত বানানটি কি ঠিক আছে? কেন জানি মনে হচ্ছে বানানের মধ্যে কোন ঘাপলা আছে। যাই হোক--সেদিন একটি ওয়েবসাইট থেকে চাইমের বহু পুরনো দু'টি গান "নিম্নে ভরলাম"...মানে "ডাউন""লোড" করলাম! (কোমল সম্ভার আর কঠিন সম্ভার এর চেয়ে আমার বাংলা কি খারাপ? নিশ্চয়ই নহে)। আমি যখন ছোট ছিলাম (সচলায়তনের ভাষ্য অনুযায়ী আমি এখনো "যুবা"..ভাবতে ভালোই লাগে), তখন "জয় জগা নন্দন" আর "সেদিন ও আকাশে ছিল চাদ"গান দু'টি খুব জনপ্রিয় ছিল। আমি তখনো জানতাম না যে দ্বিতীয় গানটি আসলে বার্টি হিগিনস নামের একজন ভদ্রলোকের "ক্যাসাব্ল্যাংকা" গানের নকল। ভালো জিনিস নকল করা যায়, কিন্তু সেটি গান না হলেই ভালো। আমি আরো জানতাম না যে গানটির সাথে মুভির কোন সম্পর্ক নেই। গান আর মুভি দুইটাই বেশী জোস। ইনগ্রিড বার্গম্যান অসাধারন! আমি আসলে আমার ব্যস্ত জীবন নিয়ে লিখতে চেয়েছিলাম, কিন্তু লেখা কোথা থেকে কোথায় গেল! সেদিন অফিসে বসে ক্রিকইনফোর সৌজন্যে আশরাফুল এর বেধড়ক পিটুনি'র পূর্ণ বিবরণ দেখলা; এমনকি ক্রিকইনফে থ্রিডির সাহায্যে সিমুলেটেড খেলাও দেখলাম--কিন্তু তাতে কি আর আসলের মজা মেটে? আমাদের প্রিয় ঢাকা শহর ভরে গেলো ব্যস্ত মানুষে--খুব কম মানুষই অনুধাবন করে যে আসলে এত ব্যস্ততার কোন মানে নেই। যে ভবিষ্যতের জন্য এত খাটুনি, সেই ভবিষ্যত যদি কখনো না আসে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.