আমাদের কথা খুঁজে নিন

   

আমার মেয়েবেলা



তখন আমাদের ২য় বর্ষ সমাপনী পরীক্ষা চলছে, একটা কোর্স ছিল Biological Anthropology.......সেটার প্রস্তুতি নিচ্ছি...........আমি সাধারনত নোট টোট খুব একটা করি না......যা পাই তাই পড়ে যাই.......তো সেই পরীক্ষায় কি মনে হইলো দু একটা প্রশ্ন নোট করলাম......একটা প্রশ্ন ছিল 'মানব শিশুর জন্মের প্রক্রিয়া'......রাত জেগে নোট করছিলাম......এই প্রশ্নের উত্তরের সাথে জরায়ুর মধ্যে একটা বাচ্চার ছবি আঁকতে হয়...সেটা যখন আঁকতে বসলাম তখন খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল.........কেমন সেটা ঠিক বোঝাতে পারবো না......যতই আমি আস্তে আস্তে বাচ্চাটার অবয়বটা স্পষ্ট করছিলাম ততই মনে হচ্ছিল এটা বোধহয় আমার বাচ্চা....আমি আঁকছি আর ও একটু একটু করে বেড়ে উঠছে আমারই ভেতরে........আমিই যেন জন্ম দেব ওকে.........কি যে আশ্চর্য অনুভূতি সেটা বোঝাতে পারবো না........অথচ ওই দিনের আগে বিয়ে-বাচ্চা-সংসার এইসব নিয়ে কখনও ভাবিইনি......সারাদিন আড্ডাবাজি করে দিন পার করেছি......সেই আমি কিনা বাচ্চার কথা ভাবছি! কি আশ্চর্য....... কেউ কি বলতে পারেন এই অনুভূতির নাম কি??? তবে এটুকু বলতে পারি অনুভূতিটা অনেক সুন্দর............ আর এটাও বুঝতে পারি মা হওয়াটাও অনেক আনন্দের। শ্রদ্ধা পৃথিবীর সব মায়েদের জন্য........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।