আমাদের কথা খুঁজে নিন

   

আমি! আমার মেয়েবেলা....আমার কলোনী বেলা....

যার লাগি ছুটে গেছি নির্দয় মসুদ চীনা তাতারের দলে, আর্ত কোলাহলে তুলিয়াছি দিকে দিকে বাধা বিঘ্ন ভয়- আজ মনে হয় পৃথিবীর সাঁজদীপে তার হাতে কোনোদিন জ্বলে নাই শিখা -শুধু শেষ নিশীথের ছায়া-কুহেলিকা শুধু মেরু-আকাশের নীহারিকা, তারা

পাতার উপর পড়ন্ত বিকেলের রৌদ্রজ্জ্বল ছায়া,কচি শিমের পত্র দল গাছের গায়ে জড়িয়ে যাচ্ছে ক্রমাগত...শীত আসেছে..একটি কাঠ পিঁপড়া খাদ্যের খোঁজে এঁকেবেঁকে উপরে উঠছে তো উঠছে..সেও জানেনা তার গন্তব্য..একটা দিন যাচ্ছে নতুন অভিজ্ঞতায়। একটা নতুন দিন আসে অজানা আশংকায়,যখন স্কুলে পড়তাম তখন সময়টা কতো মধুর ছিল কোন টেনশন নেই কোন দায়িত্ব নেই। আমরা বড় হয়েছি কলোনীতে। চট্টগ্রাম এর ব্যস্ততম এলাকায় এমন ছায়া সুনিবীড় পরিবেশ কল্পনাই করা যায় না। এখানেই আমার শৈশব কৈশোর কেটেছে।

..আমরা থাকতাম তিনতলায়। বারান্দায় দাঁড়ালেই বিশাল আকাশ। আমার জানালা দিয়ে সামনের রাস্তা দেখা যেত...দেখতাম বিচিত্র মানুষের আনাগোনায় গোধুলি বেলা। আর সামনের বিশাল মাঠ আর সারি সারি নারিকেল গাছ আশে পাশে ছিল আম,বড়ই,চালতা,আতা,পেয়ারা আরো হরেক গাছের সারি আর ছিল নীলকন্ঠ ফুল..ভীষণ প্রিয় ছিল আমার এখন আর নেই। আমার স্কুল ছিল দূরে আম্মুর সাথে যেতাম আর আসতাম একাই!নিজকে খুব সাহসী মনে হতো তখন।

বাসায় ফেরার পথের সব অলিগলি তখনি চিনে ফেলেছি..এ এক বিশাল অর্জন। দুপুরের পর হতো আমার সুখের সময়। আমাদের বিশাল একটা দল ছিল ছেলে মেয়ে সবাই আমরা দল বেঁধে খেলতাম। এমন কোন খেলা নেই আমরা খেলিনি। দাঁড়িয়াবান্দা এখনকার ছেলে মেয়েরা নামই হয়েতো জানেনা।

বউছি,পাখির ডিম,মাছ মাছ,গোল্লাছুট,ফুল পাতা ছোঁয়াছুঁয়ি,লুকোচুরি,ক্রিকেট,ব্যাডমিন্টন,ফুটবল আরো অনেক নাম মনেই পড়ছে না। কত জানালার কাঁচ আমরা ভেঙেছি! চলবে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.