বর্তমান সরকারের মন্ত্রীদের কি যথেষ্ঠ কাজের অভাব? নাকি একেকজন বেশি কাজের চাপে মধ্যে আছেন তা বুঝন যায়তেছেনা। একজনের কাজ আরেকজন করতেছেন।
একেবারে সাম্প্রতিক কয়েকটা উদাহরন দেয়া যাক।
১.বিডিআর ঘটনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর বদলে দেখা গেলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বেশি একটিভ।২. এখন সেই দায়িত্ত্ব নিয়েছেন বাণিজ্য মন্ত্রী। তিনি অবশ্য সামনে যেই টপিক পাইতেছেন, সেইটা নিয়াই বলতেছেন। ৩. মাদ্রাস শিক্ষা সম্ভবত: শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়, আইজ দেখলাম সেইটা নিয়ে বলতেছেন আইনমন্ত্রী। ৪. ছাত্রলীগ সংক্রান্ত সমস্যা নিয়া বলতেছেন স্থানীয় সরকার মন্ত্রী!
প্রশ্ন হলো..একজন মন্ত্রী আরেনকটি মন্ত্রণালয়ের সমস্যা সংকটের কথা বলতেই পারেন, এইটা খারপ কিছু না...কিন্তু যে হারে এই প্র্যাকটিস শুরু হৈছে দেখতাছি...মনে হৈতাছে সরকারের ভেতরে সমন্বয়ের যথেষ্ঠ অভাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।