আহসান জামান
ম্লান তিমির উপচে আমি শব্দ শুনি
পালকী চড়ে অই হেটে যায় শব্দ শুনি।
কাজের ভীড়ে আতঁকে ওঠে আমার একান
নদীর বুকে কোমল মাটি খুলে পড়ে, শব্দ শুনি।
আমি আমার স্মৃতির পাতায় লেপ্টে থাকি
স্বপ্নায়িত নীল বিন্দুর শব্দ শুনি, শব্দ শুনি।
বসতভিটেয় কুয়োতলায় বালতি ছেঁড়ার শব্দ শুনি,
টিনের চালে বৃষ্টিফোঁটার শব্দ শুনি,
কুঁজোঘুমে ভয়ঙ্কর এক শব্দ শুনি।
তোমার পায়ের নুপুর বাজে
আজও তুমি দ্রুত পায়ে হেঁটে হারাও
আমার মনে। নদীর মাঠে কবর ঘাসে
বিচিত্র এক হাসির কৃপায় শব্দ শুনি।
বিকেলবেলা হাঁটতে এসে
কালভার্টের পাশে গিয়ে শব্দ শুনি।
তুমি কী জল অথবা নদী;
বুকের ভিতর ভাঙতে থাকো অহরহ, শব্দ শুনি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।