আমাদের কথা খুঁজে নিন

   

রুটিন করে মন খারাপ...

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

আজ কাল মন খারাপ হলেও কাউকে বলতে ইচ্ছা করেনা ।এক সময় খুব বলে বেড়াতাম....মন খারাপ হলেই শেয়ার করতাম....এখনও স্বভাবটা পুরোপুরি ত্যাগ করতে পারি নাই....জানি হয়তো কখনো পারবো না। কারণ আমার মন খারাপ হলেই চেহারায় বেশ ভাল ভাবে ধরা পড়ে,লুকাতে পারি না। আচ্ছা মন জিনিসটা কোথায় থাকে বলতে পারেন??? আজকাল শুনছি আমি নাকি, ৩/৪বার্‌ একটা প্রশ্ন করার পর আমার থেকে উও র আসে, অফিসে কোন কাগজের দিকে তাকিয়ে আছি তো আছি,ফ্লোরে হাঁটিছি তো হাঁটছি...........আস্তে আস্তে ভেঙ্গে পড়ছি। কিছুতেই মাথা থেকে মুছে ফেলা যাচ্ছে না। কখনো যাবেও না। সারাক্ষণ কি না কি চিন্তা করতে করতে আধা মরা, কিছু ব্যাপারে ঘৃণা ধরে গেছে আমার.......... এখন দেখাযায় মন খারাপ রুটিন করে করে হয়,কাউকে সবসময় বলতেও পারি না.....একই ব্যাপার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।