আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের জঙ্গি, ইসলামি জঙ্গি এবং আওয়ামী জঙ্গি

গোপাল গঞ্জের টুংগীপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশ স্থলে বিশাল আকিৃতির বোমা পাওয়ার মাধ্যমে বাংলাদেশে উত্থান হয় জঙ্গিবাদের। ঘুরে ফিরে যার ইঙ্গিত যায় বাংলাদেশের ইসলামী সংগঠনগুলোর দিকে। আর বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবি নামের পরজীবিগুলো খুব সুন্দর ভাবে সাজিয়ে-গুছিয়ে জনসম্মুখে ইসলামী জঙ্গিবাদের প্রচার শুরু করে। সেই থেকে ইসলামী সংগঠনগুলো কোন আন্দোলন করতে গেলেই জঙ্গিবাদের আখ্যা দিয়ে চলে দমন-পীড়ন। যা চলছে এবং চলবে।

আওয়ামী লীগ বরাবরই একটি প্রচারমুখী দল। তারা তাদের টাকায় কেনা বুদ্ধিজীবি নামের পরজীবিগুলো দ্বারা তাদের নিজেদের প্রচার এবং বিরোধী তথা ইসলামী সংগঠনগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালায়, চালাচ্ছে এবং চালাবে। এই বিষয় গুলো অনেকেই জানেন কিন্তু কাউকে প্রকাশ্যে বলতে দেখা যায় না। আমাদের দেশের সোনার ছেলেরা (ছাত্রলীগ) তাদের জন্মলগ্ন থেকেই সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, যা আমরা সবাই অবগত। তারা হাতে রামদা, চাইনিজ কুড়াল, চাকু, রিভলবার এবং বোমা-ককটেল নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং মানুষদের উপর হামলা করে।

আমরা টেলিভিশন ও সংবাদপত্রে দেখেছি জঙ্গিরা রামদা, চাইনিজ কুড়াল, চাকু, রিভলবার এবং বোমা-ককটেল নিয়ে গোপনে বা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং মানুষদের উপর হামলা করে। এজন্য আমরা তাদের জঙ্গি বলি। কিন্তু আমাদের সোনার ছেলেরা (ছাত্রলীগ) যখন একই ভাবে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় আমরা কিন্তু তাদের জঙ্গি বলছি না। কিন্তু কেন? কারন, বুদ্ধিজীবি নামের পরজীবিগুলো ছাত্রলীগ কে জঙ্গি বলছে না। আর সেই জঙ্গি শব্দটা ছাত্রলীগ বা আওয়ামী লীগ এর নামের শেষে যোগ হয়ে পত্র-পত্রিকায় বা টেলিভিশনে প্রকার হচ্ছে না।

কিন্তু এটা ঠিক নয়, সবাইকে সমান চোখে দেখা উচিত। তাই আমাদেরও উচিত "ইসলামি জঙ্গি" শব্দের পাশাপাশি "আওয়ামী জঙ্গি" শব্দটার বহুল এবং পর্যাপ্ত ব্যবহার করা। বুদ্ধিজীবি নামের পরজীবিগুলো যেহেতু আওয়ামী লীগের টাকায় কেনা, সেহেতু তারা কখনোই ছাত্রলীগ কে জঙ্গি বলবে না। অতএব আমাদেরকেই এই প্রচারনা চালাতে হবে। আওয়ামী জঙ্গিরা দেশটাকে ধ্বংস করছে এদেরকে রুখতে হবেই।

ওরা জঙ্গি, ওরা আওয়ামী জঙ্গি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.