জঙ্গি ছিনতাই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজু আহাম্মেদ (২৫) নামে এক জঙ্গিকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল রবিবার জামালপুরের ইসলামপুরের নটরকান্দা নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। কিন্তু বিষয়টি নিয়ে ডিবি ও পুলিশ গোপনীয়তা রক্ষা করে। পরে রবিবার গভীর রাতে পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে।জানা গেছে, আটক রাজু উপজেলার নটরকান্দা কুলুপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে।
জামালপুর পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে তাকে ময়মনসিংহ ডিবি পুলিশ নিয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আটক রাজু ময়মনসিংহ ডিবি হেফাজতে রয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।