(অল্পদিনেই ছিড়ে গেছে স্যান্ডেল, অর্থ হলো, কোম্পানি ভালো নয়)
স্যান্ডেল পরে হাঁটে যদি কেউ,
কিছু বিরতিতে,
একটা সম্মুখগতি বল দ্বিভাজিত হয়ে
ছড়িয়ে পড়ে এর সারাটা দেহে।
তখন মুখ্য চাপ ভ্রমণ করে চলে ফিতের দু'পাশ-
বিশেষত দুপাশের গোড়া, আর
একটা গৌণ চাপ ছুটে চলে সামনের দিকে--
বিশেষত সোল আর ফিতের সামনের মোহনায়।
সুতরাং কোম্পানির প্রকৌশলীদের প্রধান কর্তব্য হয়ে দাঁড়ায়
মোহনা তিনটিকে চাপরোধে যোগ্য করে তোলা।
অতএব, অল্পদিনেই যদি ছিড়ে যায় স্যান্ডেলের ফিতে,
বুঝে নিও, অর্থ হলো এর, ভালো নয় কোম্পানি, আর
সচেতন নন মোটে কোম্পানি প্রধান।
এই দেশে অধিকাংশ সময়েই দেখা যায়,
গৌণ হলেও
প্রথমে সক্রিয় হয় সামনের চাপ, আর
ছিড়ে যায় ফিতের সম্মুখ;
অল্পদিন পরার পরই ছিড়ে যায়
অধিকাংশ স্যান্ডেলের ফিতে।
প্রধানমন্ত্রী,
যদি ক্ষুদ্ধ না হন,
এরকম একটা ছেড়া স্যান্ডেল
আমি আপনাকে
উপহার দিতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।