আমাদের কথা খুঁজে নিন

   

স্ট্রোকের নতুন চিকিৎসা

বাংলা ভাষােক ভালবািস কারো স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তা স্থায়ী ক্ষতির শিকার হয়। আক্রান্ত ব্যক্তি নিদেনপক্ষে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। রক্তক্ষরণজনিত এই অসুস্থতা প্রতিরোধে চিকিৎসকদের তেমন কিছুই করার থাকে না। কিন্তু নতুন করে আশার বাণী শোনাচ্ছেন চিকিৎসাবিজ্ঞানীরা। তাঁরা এমন এক ধরনের ইনজেকশন আবিষ্কারের দাবি করেছেন, যা জমাট বাঁধা রক্তকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারে।

স্ট্রোকে আক্রান্ত কিছু রোগীর ওপর নতুন পদ্ধতি প্রয়োগ করেন গবেষকরা। পরীক্ষায় অংশ নেওয়া অর্ধেক রোগী নতুন ওই ইনজেকশনে সুস্থ হয়েছেন বলে দাবি বিশেষজ্ঞদের। অন্যদিকে প্রচলিত চিকিৎসায় মাত্র ৫ শতাংশ রোগীর ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া গেছে। গবেষকরা জানান, নতুন এই পদ্ধতিতে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত আবার তরলে পরিণত করার জন্য রোগীদের মাথার ভেতরে ইনজেকশনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করা হয়। এর মাধ্যমে রোগীর মাথায় জমাট বাঁধা রক্তের ৫৭ শতাংশই অপসারণ করা সম্ভব হয়েছে।

আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় উপস্থাপিত তথ্যমতে, যেসব রোগীকে নতুন এ চিকিৎসা দেওয়া হয়েছে, এক বছর পর তাদের মধ্যে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে কম। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি অব মেডিসিনের অধ্যাপক ডেলিয়েল হ্যানলের নেতৃত্বে স্ট্রোকে আক্রান্ত ২৫ জনকে নতুন এ চিকিৎসা দেওয়া হয়। অন্য ৩১ জনকে প্রচলিত চিকিৎসা দেওয়া হয়। এসব রোগীকে পর্যবেক্ষণ শেষে আশা জাগানিয়া তথ্য দিলেন বিশেষজ্ঞরা। সূত্র : ডেইলি মেইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.