আমি পেশায় একজন স্পীচ থেরাপিষ্ট কিন্তু ব্লগ পড়া আমার নেশা। আর একটা নেশা আছে সেটা হল মুক্তিযুদ্ধের আসল ইতিহাস প্রতিটা মানুষের কাছে পৌছে দেয়া। আমি সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি কোন ভালো লেখক নই কিন্তু আমি একজন ভালো পাঠক।
# ছোট এবং সহজ বাক্যে কথা বলুন।
# কথা বলার আগে মনোযোগ আকর্ষণ করুন।
# কথা বলার সময় ছবি, হাতে আঁকানো ছবি, বস্তু, ইশারা ব্যবহার করুন।
# কোন কিছু জানতে চাইলে হ্যাঁ/না বোধক প্রশ্ন করুন। হ্যাঁ/না বলার সাথে সাথে ইশারা ও ব্যবহার করুন।
# নির্দেশ দেওয়ার সময় ইশারা ব্যবহার করুন।
# একই সাথে অনেক নির্দেশ দিবেন না।
# তাকে উত্তর দেওয়ার জন্য বা কাজ করার জন্য পর্যাপ্ত সময় দিন।
# একই সাথে অনেকজন কথা বলবেন না।
# একই সাথে অনেকগুলো কথা বলবেন না।
# রোগী যখন কথা বলবে, তার মুখের ভঙ্গি লক্ষ্য করুন।
# মনে রাখতে হবে যে, অ্যাফাসিয়া র্(অঢ়যধংরধ) থাকলে শুধু কিছু শব্দ মনে করতে সমস্যা হয়। তাদেও স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা ঠিক থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।