আমরা সবাই যখন এই ডিজুস পরিস্থিতিকে ক্ষতিকর বলে বুঝেই গেছি তবে সমাধানটা কেন বের করছিনা?
মিডিয়া আর সরকারকে দোষ দিচ্ছি আবার ওদের কাছেই সমাধান চাচ্ছি। কেন?
এই ডিজুস কালচারের মধ্যেও যারা ভালো করছে তাদের মিডিয়া আর সরকার কি আলাদা?
------------------------------------------------------------------
আমি ডিজুস প্রভাবিত ডিজিটাল প্রজন্মের প্রতিনিধি হওয়ার প্রেক্ষিতে, অচানক analogue যুগীয় দুর্ভাবনা.. ব্লগটির পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাই হিমালয় ভাইকে ও আরো সকল ভাই-বোনদেরকে। (ভালো কথা আমার এই লেখাটা অনেকটা আসেন না ব্লগের একটা দিন খরচ করি আমাদের দেবদূতদের জন্য ... ব্লগটির জন্যও। )
হিমালয় ভাই সম্ভবত আমার মন্তব্য পুরোপুরি বুঝতে পারেননি। আপনার সকল বক্তব্যের অর্থ আমি স্পষ্ট বুঝতে পেরেছি এবং আমিও একমত।
ঐ ব্লগের ১০১ টি মন্তব্যই পড়লাম। মাত্র ৩-৪ জনকে সমাধান মুলক কিছু লিখতে দেখেছি আর সবাই মুলত আপনার লেখার সহমত জানিয়েছেন বা ৩-৪ জন বিরুদ্ধে লিখেছেন। কিন্তু আমরা যখন সবাই এই ডিজুস পরিস্থিতিকে ক্ষতিকর বলে বুঝেই গেছি তবে সমাধানটা কেন বের করছিনা? মিডিয়া আর সরকারকে দোষ দিচ্ছি আবার ওদের কাছেই সমাধান চাচ্ছি। কেন? এই ডিজুস কালচারের মধ্যেও যারা ভালো করছে তাদের মিডিয়া আর সরকার কি আলাদা?
আমি কেন জানি একটি বিষয়ে একটু অন্যরকম। নতুন প্রজন্মের বর্তমান পরিস্থিতির জন্য সবসময় বড়দেরকেই দায়ী করি।
আর সেই দোষীর মধ্যে আমি নিজেও। এমনকি আমার কেন জানি মনে হয়, এই ব্লগে আমরা যারা খুব বিচক্ষণতার কথা বলি, সচেতনতার কথা বলি, তারা নিজেরাও অনেক ভুল করি প্রতিনিয়ত এবং আমরা নিজেরাই হয়তো বুঝতে চাইনা বা মানতে চাইনা যে, বর্তমান এই পরিস্থিতর জন্য আমি বা আমরা বড়রাও অনেকটাই দায়ী/দোষী।
এন.এইচ.আর ভাই একটা ভালো কথা বলেছেন ৮১ নং মন্তব্যে, ডিজুস বাবা মায়েদের জন্য ডিজুস প্রজন্ম জন্ম নিচ্ছে। কথাটা অনেকাংশেই সত্য। আমরা যারা বাবা-মা তারা কি সন্তানদের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলেছি নাকি? কেন আমাদের সন্তান ডিজুল কালচারে ডুবে গেল? আমাদের সন্তান যখন ডুবছিল তখন আমরা বাবা-মায়েরা (ও ঐ শিশুটির চারপাশের বড়রা) কোথায় ডুব দিয়ে ছিলাম?
আকাশ পাগলা ২১নং মন্তব্যে বলেছেন "তবু, আমি মনে করি কেউ ভাল থাকতে চাইলে ।
কেউ কোন দিন তাকে খারাপ করতে পারে না। " আমি ওনার সাথে অনেকটাই একমত। আমরা বড় ভাই-বোনরা, বাবা-মায়েরা, চাচা-চাচীরা, মামা-মামীরা কি পেরেছি আমাদের নতুন প্রজন্মকে সেই শিক্ষা দিতে যেন তারা ভালো খারাপ চিনতে পারে? আমরা বড়রাওতো কিশোর-কিশোরী বয়স পাড় করে এসেছি। তবে কেন তাদের এই ভয়ংকর সময়ে (কিশোর-কিশোরী বয়সেই নাকি বেশি বখে যায়) সারাক্ষন তাদের পাশে থাকিনা?
যারা নতুন প্রজন্মের বখে যাওয়া নিয়ে খুব চিন্তিত একটু বলুনতো আমরা বাসার উঠতি বয়সীর সাথে কতটুকু সময় কাটাই? আমি কি তাকে যথেষ্ট শিক্ষা দিতে পেরেছি? আমি কি একজন আদর্শ তাদের কাছে? আমাদের বাসার ঐ কিশোর-কিশোরী কি আপনার আমার জ্ঞানে মুগ্ধ? আমাদের জীবন পদ্ধতি নিয়ে কি তারা সন্তুষ্ট? আমারা কি তাদের কাছে শ্রদ্ধার পাত্র? এমন অনেক কিশোর-কিশোরী আছে যারা বাবার বা বড় ভাই-বোনের ড্রয়ারে ব্লু-ফ্লীম সিডি পায়, পায় প্লেবয় ম্যাগাজিন। আমি আপনি ঠিকই ধুমপান করি অথচ তাদেরকে নিষেধ করি, কোন যুক্তিতে? কেন একটি কিশোর-কিশোরী কেন দরজার ফুঁটো দিয়ে দেখে তার বড়রা দরজা বন্ধ করে কি প্রোগ্রাম দেখছে? কেন তাদেরকে শুনতে হয় 'এটা তোমার দেখা যাবে না...'
আমি কিন্তু শুধু মাত্র ডিজুস নিয়ে কথা বলছি না।
ডিজুসকে যদি একটি রোগ বলি তবে হয়তো আমি সহজে বোঝাতে পারবো। অনেকগুলি রোগের মধ্যে ডিজুস একটি মাত্র রোগ। তেমনি এফ.এম রেডিওর বাংলা ভাষাও আরেকটি রোগ হতে পারে। যাই হোক, আমি শুধু বলছি যে বর্তমানে যদি আমরা কিশোর-কিশোরীদের কালচারে সন্তুষ্ট না থাকি তবে সেটার জন্যও আমরা বড়রাই দোষী।
কুদ্দসের পুত্ এর ১৯ নং কথার সুত্র ধরে অলস ছেলে যা বলেছেন (৩৫ নং মন্তব্য) সেটাও অনেক ভয়ংকর!
আমড়া কাঠের ঢেকি হিমালায়৭৭৭ ভাইয়ার ঐ মন্তব্যে ৫১ নং মন্তব্যে যা যা বলেছেন সেগুলির জন্য কি পিচ্চি পিচ্চি বাচ্চারা দায়ী? মিডিয়া দায়ী? আমি মনে করি ঐ বাচ্চাগুলির পরিবার দায়ী।
আমাদের ঘরে ঘরে ২৪ ঘন্টা কোন কোন টিভি চ্যানেল চলে বলুন? আমরা বড়রা কি ধরনের ম্যাগাজিন বাসায় রাখি? আমাদের কয়টি বাসায় ভালো বই পড়ার অভ্যেস আছে? আবারো বলি, আমরা বড়রাই শিশুদের নষ্ট করি। ক্রমে তারাই কিশোর-কিশোরী ও তারপর আমাদের অপছন্দের বখে যাওয়া মানুষ।
আমি ডিজুস প্রভাবিত ডিজিটাল প্রজন্মের প্রতিনিধি হওয়ার প্রেক্ষিতে, অচানক analogue যুগীয় দুর্ভাবনা.. লেখায় মন্তব্য করেছি যে, ধরেই নিলাম মিডিয়া এইভাবেই চলবে (মিডিয়ার আসলেই কোন ঠেকা নেই এই সব নিয়ে ভাবার। মিডিয়া নবুও্যত প্রাপ্ত নয়। যেটাতে তার লাভ সেটাই সে করবে।
) তাহলে সমাধানটা কি? আসুন আমরা সেই বিষয়ে কথা বলি...
পোষ্ট করার আগে আবার ডিজুস প্রভাবিত ডিজিটাল প্রজন্মের প্রতিনিধি হওয়ার প্রেক্ষিতে, অচানক analogue যুগীয় দুর্ভাবনা..-র নতুন মন্তব্যগুলি পড়লাম। তর্পন ভাইয়ার লেখা (১১২ নং মন্তব্য) ভালো লাগল। আমিও উনার মতই চিন্তা করি।
আমরা বড়রা এই ব্লগে যতটা সময় দিচ্ছি তা হতে অর্ধেক সময় কমিয়ে আসুন আমাদের নতুন প্রজন্মের সাথে কাটাই। ওদের ভালোগুলি আর আমাদের ভালোগুলির মিলন ঘটাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।