আমাদের কথা খুঁজে নিন

   

নির্লজ্জ পদাবলী-১( হৃদয় চেয়োনা, নারী ।)

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

প্রতীক্ষার উত্তুঙ্গু আবেগ যখন আমায় ঢেউয়ে ঢেউয়ে উত্তাল করেছে, নিঃসঙ্গতার হাহাকারে তৃষ্ণাকাতর এই আমায় নিকষ আঁধার এসে গ্রাস করেছে- নিরবে নৈঃশব্দে; তখন তোমার গিয়েছে সে কী দিন! আকাশ ভরা তারার মাঝে তুমি চন্দ্রবালিকা- কাঁদিয়েছো আমায়, ভিজিয়েছো অঝোর বরষায়। নিমগ্ন বেদনা দিয়েছো, দিয়েছো অমোঘ বিষন্নতা। এখন,আমি কাঁদতে শিখেছি, দেখেছি অশ্রুর রূপ, এবার, শেখাবো প্রত্তুত্তরের যাতনা, শেখাবো ভালোবাসার কঠিন নির্মমতা! আজ হৃদয় চেয়োনা, নারী, অবলাকে দিও না কথা বলবার ভাষা; শিকারকে বানিয়ো না শিকারী। /*অনেক অনেক মন খারাপ- তাই কবিতার ছায়াতলে এলাম। অনেক বছর আগে লিখা এই কবিতাটি আপনাদের সবার জন্য*/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।