লোকে বলে আমি জ্ঞানী, কিন্তু আমার জ্ঞান ধর্ম মৌলবাদীদের কাছে খুবই পানি।
অনেক খুজেঁছি বন-বনান্তে,শহর-গ্রামান্তে-
কোথাও তোমায় খুজেঁ পেলাম না।
ভাবি, তুমি কি আমাকে ভুল বুঝে--নাকি;
বুঝেছ যে আমি তোমার প্রান্তে নেই।
আমাকে দরজা বন্ধ করে তালাবদ্ধ করা হয়েছে-
তাই আমি খুজিঁ খোলা আকাশ।
তুমি, নিষ্ঠুর হও না, কাছে এসো-
মুক্ত করো আমাকে কারাবদ্ধ অন্ধকার জগৎ হতে।
আমি সুখের নিলীমা খুজঁতে চাই, উপভোগ করতে চাই-
তুমি এসো-ভালোবাসা দিয়ে যাও, ঘুমিও না আর।
মনুষ্য জগতে তোমার অঢেল ক্ষমতা-
তুমিতো সত্যিকার মনের ভালোবাসার মানুষ।
তুমি শুধুই মানুষ, যদিও ধন-ধৌলতে তুমি উচ্চশালী-
তোমার অর্থের দ্বারা আমায় করো উদ্ধার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।