আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইন গুজব ডট নেট

আইকিউ কোন ব্যাপার না, টাকাই আসল

গুজব জিনিসটা ব্লগে খুব চলে, এর প্রমাণ পাইছি পিলখানার ঘটনার সময়। এখন বসুন্ধরায় আগুন লাগছে, এইটা নিয়া কিছু গুজব বানানো উচিত। আমি বানাইলাম কয়েকটা- ১. এইটা পলাতক বিডিআরদের কারসাজি, তারা আর্মিরে অন্যদিকে বিজি রাইখা ভাগতে চায়। ২. এইটা শফিক রেহমানের কাম, তার যাযাদির বারোটা বাচানোর জন্য সে প্রতিশোধ নিছে। ৩. দুইজন ফায়ার বিগ্রেডের কর্মীর বউ নাকি বাড়ি থিকা হাড়ি পাতিল নিয়া আইছে, রান্না করতে, কারন বাড়িতে গ্যাস নাই ৪. হিলিকপ্টার থিকা হিসু করার মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করা হইছিল। ৫. বসুন্ধরা গ্রুপ চাইছিল চিড়িয়াখানা বানইবো, হের জন্য একটা ড্রাগন আনছিল, সেইটার মুখের ধোয়ায় এই ঘটনা। ৬. বসুন্ধরার নিচে আগ্নেযগিরি ছিল, সেইটা অগনুতপাত শুরু করছে। ৭. কয়েলের আগুন থেইকা এই আকাম ৮. ঘটনা ঘটার ১০ মিনিট আগে দুইজন শিবিরের কর্মীরে ওই বিল্ডিং থিকা বাইর হইতে দেখা গেছে । ৯. সব দোষ মনপুরার, মন পুরতে গিয়া ভুলে বসন্ধিরা পুইরা গেছে ১০. এই পোস্টটা আইজকা মাইনাসের রেকর্ড করবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.