গভীর কিছু শেখার আছে ....
গত ক'দিনে সাইমুম ভাইয়ের একটি কমেন্টকে ঘিরে অনেকের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। অথচ আমার কোন পোস্টে কাউকে গালি বা মন্দ কথা আমি বলেছি বলে মনে পড়ে না। অজান্তে যদি আমার কোন বাক্যে কেউ অখুশি যদি হয়ে থাকেন তবে আমি দুঃখিত।
সাইমুম ভাই আমার বস্ নন, আমার সিনিয়র কলিগ। অথচ একই হাউসে কাজের জন্য আমাকে সাইমুম ভাইয়ের দালাল হিসেবে চিহ্নিত করেছেন কেউ কেউ।
আমি এতে কিছু মনে করি নি। কিন্তু যারা পুরো ব্যাপারটা না বুঝেই লাফিয়েছেন তাদের কে বোঝানোর চেষ্টা করে উল্টো হয়েছি তাদের বিরাগভাজন।
সাইমুম ভাই এর ওকালতি করে আমার এমন কিছু উপকার যে হবে তা নয়। কারণ সাইমুম ভাই ও আমি দুটি পৃথক ডিপার্টমেন্টে কাজ করি।
একের পর এক ব্লগারদেরকে সামহোয়ারইন ছেড়ে যেতে বাধ্য করার কি মানে আমার জানা নাই।
ত্রিলোরা নামের যে ব্লগারের কারণে ব্লগার সাইমুম কে ব্যান করা হয়েছে সেই ত্রিলোরা বলে আদৌ কেও আছেন কিনা তা কিন্তু এখনও প্রশ্নবিদ্ধ!
ত্রিলোরার মাত্র ১৩টি পোস্টে কে কতটুকু কি শিখতে পেরেছে জানি না। কিন্তু সাইমুম ভাইয়ের দু'শতাধিক পোস্ট থেকে শেখার ছিলো অনেক কিছু।
সামহোয়ারইনে যেসব পোস্ট এখন আসছে, তা খেয়াল করলেই দেখা যাবে আলতু-ফালতু সব পোস্ট। শিক্ষণীয় বা ভালো কিছু পোস্ট তেমন একটা আসছে না। তাও বা যারা চেষ্টা করেছেন ভালো কিছু পোস্ট দেবার জন্য, তাদেরকেও ব্যান করা হচ্ছে।
কিছু কিছু ব্লগার (যেমন- আইজুদ্দিন) অসংখ্য নিক্ ইউজ করে ক্রমাগত কমেন্ট করে যাচ্ছেন আর আমাদের অভিজ্ঞ (!) মডারেটর প্যানেল হুজুগে বাঙালীর মতই হুট-হাট করে ব্যানের খড়গ হাতে উপস্থিত হচ্ছেন। জরুরি অবস্থা যে ব্লগেও এসে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
সবশেষে বলি এই পোস্টটা লেখার আমার আদৌ ইচ্ছা ছিলো না। ভিমরু নামের একজন ব্লগারের কমেন্ট দেখে মনে হলো কিছু লেখা দরকার।
ভুল কিছু বললে আমাকে শুধরে দেবেন।
ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।