আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইনব্লগ নাকি সামহোয়ারইন’ঘাস’!

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

লিখতে রুচি হয়না আর! ধর্মান্ধদের চারণভুমি সামহোয়ারইনব্লগ এখন সামহোয়ারইন’গ্রাস’ হয়ে দাঁড়িয়েছে। যৌক্তিক চিন্তার ক্ষেত্র আর এটা নয়। না হলে অর্থহীন একটি ছবির কারণে অমি পিয়ালের মতো প্রখর চিন্তার একটি মানুষকে ব্যন করার মতো কুরুচিকর কর্ম মডুরা করতেন না। মনে হচ্ছে মডুরা এখন কিছু ইতর শ্রেনীর অস্তিত্বের হাতের মুঠোয়। এই ইতর শ্রেনীর অস্তিত্বগুলোর প্রভুরাই খুনী বুশের মদদ দেয়, অন্যদিকে এরাই ধর্মের নামে বুশের বিরুদ্ধে ন্যাংটা নাচনে উন্মাদ সাজে।

এরা এদের ভাইকে নির্দিধায় খুন করে, নিজেদের বোনকে ধর্ষন করে পরিতৃপ্তি বোধ করে। ধর্মের নামে পৃথিবীব্যাপি এদের উন্মাদনা। অথচ এদের হাতেই মরছে হাজার হাজার স্বধর্মেরই মানুষ। এরা শান্তিমিশনে গিয়েও নিজেদের বর্বরতার প্রমান রাখছে। আইভরিকোষ্টএ সাতশো ইউএও শান্তি শিশনের সদস্যদের একটি দলকে বরখাস্ত করা হয়েছে।

এরা সবাই মরক্কোর মুসলিম সেনা, অপ্রাপ্তবয়স্কা মেয়েদের ধর্ষনের অপরাধে অভিযুক্ত। স্থানীয় মেয়েদেরকে ধরে একদল ধর্ষন করে আরেক দলের হাতে ছেড়ে দিয়েছে। কী বিভতস, কী নোংরা অমানুয়িক কর্ম এদের! কোথায় আমাদের ধর্মপ্রান, ধর্মধ্বজাধারীর দল? একটি বার সমালোচনা করেছো কেউ! নাকি মেয়েটির হিজার ছিল না বলে ধর্ষনই জায়েজ হয়ে গেছে? এসবের প্রতিবাদে দাঁড়ানো সহজ নয়, কলঙ্ক নিজের গায়েই লাগবে, তাই অর্থহীন ছবি নিয়েই মাতে ইতরের দল। সামহোয়ারইনব্লগ এখন সামহোয়ারইন’ঘাস’। আমাদের মডুরা এখন তাই ইরানের ইসলামী সন্ত্রাসের তোষামোদকারী, সৌদী আমীরের কোন এক ক্রীতদাসের বা দেশীয় তথাকথিত শিক্ষিত কাঠমোল্লার হাতের পুতুল।

এই প্রতিক্রিয়শীলরা যেভাবে চাবি দিচ্ছে, সেদিকেই যাচ্ছে সামহোয়ারইন’ঘাস’। অমি পিয়ালের জন্যে এই মডুদেরকে অনুরোধ করাও আমি তার জন্যে সন্মানজনক বলে মনে করি না। কেউ কেউ করেছেন। তাদের এই প্রচেষ্টার প্রতি আমার কোন সমর্থন নেই। অমি পিয়ালের মতো একজন লেখক, যার এই ব্লগের প্রতি প্রথম থেকেই ক্লান্তিহীন অবদান, তাকে এভাবে অসন্মান করার কোন অধিকার আমার আছে বলে আমি মনে করি না।

আমি মনে করি না সামহোয়ারইন’ঘাস’কে অমি পিয়ালের জন্যে সাফাই গেয়ে এটুকু সন্মান দেয়া যথোচিত হবে। কিন্তু আশা হারাই না। কোনদিন হয়তো রাহুমুক্ত হয়ে সামহোয়ারইন’ঘাস’ আবার সামহোয়ারইনব্লগ হবে। তখন ফিরে আসবেন অমি পিয়াল অন্য কোন পরিচিতিতে। এক ক্ষুদিরামের মৃত্যুতে লাখো লাখো ক্ষুদিরামের জন্ম নাহলে মুক্তির কথা ভাবতে পারতো কেউ? আপাতত: সামহোয়ারইন’ঘাস’ পশুদের চারণভুমিই থাকুক!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.