আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইন প্যাচাল ।

আজ আমার কোন অস্তিত্ব নাই, হ্য়ত কাল থাকবে, নয়তো কখনোই নয়।

কাল থেকে বেশ কিছু পোস্ট পড়লাম। বেশ ভালই লাগল । কিন্তু আমি কমেন্ট করতে পারছিলাম না। নতুনদের জন্য নাকি কি হাবিজাবি নিয়ম।

গতকাল রাত থেকে কমেন্ট করার সুযোগ পেলাম। খুব সুন্দর করে সাজিয়েছেন আপনাদের এই সাইটা। সত্য কথা বলতে গেলে মনে হয় পাম দিয়ে ফেল্লাম। আমি এর আগে কোন বাংলা ব্লগিং সাইট দেখি নাই, তাই এটা ভাল কি খারাপ এটা এখনও বলতে পারছি না, কিন্তু খালি চোখে যা মনে হয় , তাতে বলতে পারি শুরু হিসেবে খারাপ না। ওভারঅল সাজানোটা ভালই হয়েছে।

একদিকে নির্বাচিত পোস্ট, তার নিচে অনলাইনে কোন কোন মহাশয় আছেন, আরেকদিকে আছে সাম্প্রতিক কমেন্ট, তার নীচে নতুন যারা আইডি খুলেছে তাদের নাম। তবে আপনাদের কালার কম্বিনেশনটা খুব একঘেয়ে লেগেছে। আসলেই দোসটাই হয়তো আমার। প্রথম আলোর পেজ দেখতে দেখতে সব বাংলা সাইট ঐরকমই হবে বলে মনে হয়। যাই হোক না কেন, আপনাদের প্রয়াসকে সাধুবাদ না জানিয়ে উপায় নাই।

আর সবচেয়ে চিত্তাকর্ষক যেটা লেগেছে তা হল কোন এড নাই এইখানে। খুব সত একটা উদ্দেশ্য । এবার আসি লেখকদের কথায়। বেশির ভাগ লেখকই আমার মতন, লিখে যাই টাইপ। তবে তার মাঝে আমার রাগিব, মিরাজ, মুকুল, নির্বাসিত (উনার লেখাটা কমেন্ট থেকে খুটে পড়লাম), এস্কিমোর লেখা তথ্যবহুল বলে মনে হল ।

মুক্তিযুদ্ধ নিয়ে তাদের লেখা আমাদের তরি প্রজন্মকে নিশ্চয় অনুপ্রানিত করবে আর জানার জন্য। ফারহান দাউদের বইয়ের লিস্টটাকে অবশ্যই একটা বিরাট থ্যাংকস দিতে হবে। অনেকেই আছেন যারা তাদের জ্ঞান-বুদ্ধি-তথ্য অন্যদের সাথে শেয়ার করছেন তা পারস্পরিক সুসম্পর্কের প্রমান দেয়। Allen Ginsberg এর September On Jessore Road কবিতাটা আরেকবার অন্ধআক্রোশের জ্বলন্ত ক্রোধের অস্তিত্ব টের পাইয়ে দিল নিজের ভেতরে। কত কস্ট করেই না আমাদের এই বাংলাদেশ।

কত ত্যাগ, কত তিতিক্ষার পর আজকে নিজের দেশ বলতে পারছি এই ছোট ভুখন্ডটাকে। নাহ একদিনেই অনেক ভাল ভাল কথা বলে ফেল্লাম। নেক্সট টাইম যখন লিখব আপনাদের বদনাম করে লিখব ! মানুষত, বদনামটা ভালই পারি। যাই হোক, আরেকবার সালাম জানাই সামহোয়ারইনকে এবং এর সাথে জড়িত সকল সুবুদ্ধি সম্পন্ন লেখকদের যারা এই মাধ্যমটিকে আরো উচুতে নিয়ে যাবেন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.