ইমেইল? সে তো প্রাচীনকাল থেকেই আমরা ব্যাবহার করছি
জিমেইল? ২০০৪ সালের এপ্রিল ফুলের দিন শুরু হওয়া গুগলের ইমেইল সার্ভিস তো গত মাসেই তৃতীয় জনপ্রিয় সার্ভিসে পরিণত হল, ইয়াহু আর এমএসএনের পর। পাঁচ কোটির ওপর এক্টিভ একাউন্ট।
ব্লগিং? তার বয়সও তো কম হল না। দুই তিন বছর হয়ে গেছে মানুষজন ব্লগাচ্ছে।
সামহোয়ারইনব্লগ? তাও তো মনে হয় কয়েক বছর হয়ে গেছে।
অলরেডী বাংলাদেশের টপ টেন সাইটের মধ্যে ঢুকে গেছে।
আরএসএস? কয়েক বছর ধরেই ওয়েবমাস্টাররা নিজেদের ওয়েবের খবর ব্রডকাস্ট করছেন এর মাধ্যমে, আর জনগণও গিলছেন।
সামহোয়ারইন এ আরএসএস? তাও মনে হয় হাসিনের কারিকুরিতে বেশ কিছুদিন আগেই যোগ করা হয়েছে, যদিও ম্যালা পাবলিক ব্যাবহার করে বলে মনে হয় না।
(... ভূমিকা সমাপ্ত)
আমি সাধারণত আমার প্রিয় সাইটগূলোর থেকে ফিড নিয়ে জিমেইলের ওয়েবক্লিপ হিসাবে সেট করে দেই, তাহলে সেই ওয়েবসাইটে নতুক কোন খবর আসলেই অটোমেটিক আমার জিমেইলে চলে আসে, পছন্দ হলে দেখ নাহলে পরেরটাতে চলে যাও। হটাৎ খেয়াল হল আমাদের সামহোয়্যারইনের চলিপ ঢুকালে কেমন হয়? দেখলাম বেশ আপত্তি না করেই নিয়ে নিল জিমেইল।
এখন মেইলের মাঝখানথেকেই ব্লগের আপডেট পেয়ে যাই। ভালই ফীচারটা। আর কেউ ব্যাবহার করে দেখেছেন কি?
ছবি পরিচিতিঃ
১। জিমেইলে ব্লগের নতুন পোস্টের ক্লিপ
২। জিমেইলের সেটিংসে গিয়ে, ব্লগের ফিডের ঠিকানা দিয়ে দেয়া
৩।
ব্লগে ফীডের বাটন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।