কি হচ্ছে এসব এ ব্লগে কে জানে। কিচ্ছু ভাল্লাগছে না।
কতদিন ধরে এ ব্লগ পড়ছি, লিখতে জানি না তাই লিখি না।
কতশত ঘটনা ঘটে যাচ্ছে এ ব্লগে। একটা পোষ্ট দেখলাম মাহবুবা মাহবুবা, ব্যস এ জান ... কেমন তরো পোষ্ট এটা কে জানে... গতকালকে আগের একজনের করা একটা পোষ্টের জবাবে এটা দেয়া হয়েছে বলে মনে হচ্ছে।
এ ব্লগে একটু মতবিরোধ হলেই যা শুরু হয়ে যায়, তাতে কোন মন্তব্য করাই ভয়ের। একদল স্বাধীনতা বিরোধী পোষ্ট দিয়ে যাচ্ছে। আরেকদল ইসলাম বিরোধী পোষ্ট দিয়ে যাচ্ছে। কতৃপক্ষকে বুঝতে হবে বাংলাদেশের ৮৫ শতাংশ মানুষ মুসলমান, তাই এ ধরনের পোষ্ট তাদের মনে আঘাত করবে। তাই এর বিরোদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।
আমি এখনও দেখলাম না আস্তিকরা এ ব্লগে নাস্তিকদের আক্রমন করে কোন পোষ্ট দিয়েছে, কিন্তু নাস্তিকরা সমানে দিয়ে যাচ্ছে।
ব্লগের মত মত প্রকাশর খোলামেলা জায়গায় আসলে কাউকেই মত প্রকাশে বাধা দেয়া উচিত না। যদি সবাই সহনশীল হত তবে সমস্যা ছিল না। কিন্তু এ ব্লগে ব্যান করার বিধান আছে। অথচ দেখা যাচ্ছে কেউ কেউ গালি গালাজের বন্যা বসাচ্ছেন অথচ কিচ্ছু হচ্ছে না।
এতে করে ব্লগের ভারসাম্য নষ্ট হচ্ছে। কারও কারও মধ্যে সেচ্ছাচারিতা এসে যাচ্চে, তারা লোক হিসেবে খারাপ এটা বলব না, তাদের উদ্দেশ্য এ হয়ত মহত, কিন্তু যেহেতু তারা বুঝতে পারছেন তাদের পছন্দ না হলেই একজন ব্লগারকে হেনস্তা করে তাকে নিস্ক্রিয় করা যাবে, তাই তারা তা করে যাচ্ছেন।
আমার ধারনা, এমনটা না হলে তারাও এমনতর ভাবতেন না আর যেকোন মন্তব্য সহনশীলভাবে নিতে পারতেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।