আমাদের কথা খুঁজে নিন

   

আলাপ পোষ্ট: প্রথম আলোর সাম্প্রতিক সংখ্যাগুলো কি কেউ খেয়াল করে পড়েছেন?

গেরিলা কথাবার্তা

বিডিআর বিদ্রোহের ঘটনার পর প্রথম আলোর সাম্প্রতিক সংখ্যাগুলো কি কেউ খেয়াল করে পড়েছেন? সবাই যখন এই ঘটনাটি নিয়ে পাজলড, এবং বহু বিশ্লেষকের সন্দেহের আঙ্গুল যখন প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার দিকে, তখন এই পত্রিকাটি দশ ট্রাক অস্ত্রসমেত হাজির হলো আমাদের সামনে। বাংলাদেশের ভূমি যে সবসময় প্রতিবেশী দেশের সাতটি প্রাদেশিক রাজ্যের স্বাধিকারকামী লড়াকুদের সাহায্যার্থে ব্যবহৃত হয়ে এসেছে, এবং এর পিছনে বিগত সরকারগুলোর সমর্থন ছিল, এই ব্যাপারটি প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া হয়ে উঠেছে এই পত্রিকা। বলা বাহুল্য, পররাষ্ট্রনীতি অনুযায়ী বাংলাদেশ বিষয়ে ভারতের সবসময়কার অভিযোগ ছিল এটাই। ভারতের এই অভিযোগ প্রমাণ করার দায়িত্ব ভারতের, প্রথম আলো কেন এই দ্বায়িত্ব নিল? বাংলাদেশের সরকার, সামরিক বাহিনী, জনগণ, সর্বোপরি রাষ্ট্রের জন্য এই ভয়াবহ পাজলড এবং সংকটমুহূর্তে প্রথম আলোর এই দশ ট্রাক অস্ত্রের কামান কোনদিকে দাগান হয়েছে, আমরা ভেবে দেখেছি কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।