আমাদের কথা খুঁজে নিন

   

আলাপ

ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

স্টুডিওতে রোদ সাধারণত ঢোকে না। সে ভারী মিশকালো জায়গা। আলো জ্বলে বটে, সেও বেখাপ্পা রকমের। যেন সব কিছু পুড়িয়ে দিতে চায়।

ভ্যাপসা গন্ধ। সকালে গন্ধ গেল পালটে। খোঁজ খোঁজ, বেরোল মরা ইঁদুর। আর তারপর? ঝাড়াই, সাফাই, সপ্রে। তারপর ঘটল অঘটনটা।

জানালা খুলে রোদ্দুর ঢুকিয়ে দেওয়া ঘরে। সাহেব অপোগন্ডগুলোর মুখ লাল হল, কিন্তু স্পিকটি নট। আজ শুধু দেখার দিন, রোদ্দুর কি ভাবে গড়ে তুলছে একটা গোটা সিম্পনি, মিডিয়া প্লেয়ার বোকা বনে চুপ। সকলেই এসে এসে দেখে যায়। এখন ইঁদুরটিকে লালসেলাম জানিয়ে একটা বিয়ার! এগ্রে সেগ্রেথ্রে!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।