আমাগো জীববিজ্ঞানের স্যারের বাড়ি ছিল নোয়াখালি।মুখ ছিল পাশ করা । একবার পরীক্ষার আগে সাজেশন-টাজেশন দেওয়া শেষ । স্যারে বইসা ঝিমায় । এন্থুসিয়াস্টিক বজলু কয় , স্যার আহেন কোন বিষয়ে আলাপ করি । স্যার কয় , অ্যা আলাফ করবি ? কইয়া বজলুর কানধইরা দাড় করাইছে। জিগায়, তর বাহে বিয়া করছে ? বজলু কয় , না । তে তুই আইলি কোইত্থন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।