অরুণালোক নীল পদ্ম- ওরে,
এবার আমি তোর উপহার ফিরিয়ে দেবো তোরে।
আবার আমি হাঁটবো পথে- জনারণ্যের জীবনস্রোতে
রাখবো কোথায় ঐ উপহার- এমন শোভা-এমন বাহার
হারিয়ে যাবে ভুলো মনের অবহেলার তোড়ে।
ফিরিয়ে নে ভাই তোর উপহার; আমি ভবঘুরে। ।
আমি কোন চাইনে বাঁধন, আমি বাঁধন হারা
তোর উপহার বাঁধন ডাকে, করে দিশেহারা।
অষ্টপ্রহর কাঁদায়; কাঁদে তোর উপহার ডালা,
যতো ছাড়াই ততো বাঁধে, বাড়িয়ে তোলে জ্বালা।
কামুকী ও জ্বালামুখি; ক্ষণিক শিহর ক্ষণেই ফাঁকিÑ
তাড়িয়ে বেড়ায় আমায় কেবল কাম রাগিনী সুরে।
এবার আমি তোর উপহার ফিরিয়ে দেবোই তোরে। ।
দ্যাখ কী ফাঁকি! আচানক এক মানব জনম লয়ে-
মাটির ভেতর মাটি রেখে মাটিই গেলাম খেয়ে।
রূপক রাজার রূপের বদল হরেক রূপের প্রকাশ,
হাকিম রাজা বিচার করে, আমার সর্বনাশ।
কোথায় আমি কোথায় রাজা ; অঙ্কে সাজান আমার সাজা,
গুণ-যোগ-ভাগ-বিয়োগ কেবল একাই সে জন করে।
তোর উপহার ছল করে আর আমায় ঠেলে দূরে। ।
চাইতে গেলে হাত উঠে না ; হয় না চাওয়া আর,
সামনে দাঁড়ায় সর্বনাশী তোর সে উপহার।
হয় ব্যবধান যোজন-যোজন, দুই মেরুতে থাকি দু’জন-
তাঁহার প্রাসাদ ; আমার কেবল ছনে ছাওয়া কুঁড়ে।
হয় না সাহস সামনে দাঁড়াই- যাই সে প্রাসাদ দ্বারে। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।