আমরা ভারত বুঝিনা পাকিস্তানও বুঝি না। আমাদের কাছে সব চাইতে বড় হলো আমাদের প্রিয় বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী দল জামায়াতকে আমরা ঘৃণা করি। কিন্তু তাই বলে সত্যকে সত্য বলবো না আর মিথ্যেকে মিথ্যা বলতে পারবো না তাতো হয় না। পিলখানায় সেনা হত্যার সাথে যারাই জড়িত থাকুক আমরা তাদের বিচারা দাবী করি। যদি ভারত এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকে তবে একজন বাংলাদেশের সন্তান হয়ে আমরা কিছু করতে না পারলেও এর বিরুদ্ধে কথা বলতে পারবো,অন্তর থেকে ঘৃণা জানাতে পারবো। সেটা যদি অন্য কোনো দেশ অথবা আমাদের দেশের কোনো রাজনৈতিক দলও করে থাকে আমরা এদের বিচার চাইবো সেটা সরকারী দল হোক আর বিরোধী দলই হোক না কেনো। এই মেইন জায়গাটাতে আমাদের সব বাংলাদেশী ভাইদের এক হতে হবে। দেশপ্রমিদের তাই করা উচিৎ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।