আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রীয় সংহতি ও জাতীয় ঐক্য বিনষ্ট করে এমন বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতেই পারে

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে

ইউটিউব ব্লক করে দেওয়ার পক্ষে বিটিআরসির যুক্তি হলো এটা। বিডিনিউজ টোয়েন্টিফোর থেকে পাওয়া খবরে জানা গেছে...বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ বলেছেন, এমন কিছু করা হয়নি যা সরকারের আওতার মধ্যে নেই। তিনি বলেন, "রাষ্ট্রীয় সংহতি ও জাতীয় ঐক্য বিনষ্ট করে এমন বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতেই পারে।" তিনি আরো বলেন, "যাদের এ জন্য অনুমোদন দেওয়া হচ্ছে তাতে বলাই আছে রাষ্ট্রীয় সংহতি ও ঐক্য নষ্ট করে এমন কিছু প্রচার করা যাবে না।" ২৫-২৬ মার্চ বিডিআর বিদ্রোহের ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১ মার্চ ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের বৈঠকের অডিও রেকর্ড এ দু'টি সাইটে দেওয়ার পরপরই সাইট দু'টি ব্লক করে দেওয়া হলো। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বিডিকমস এর ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের গ্রাহকরা অভিযোগ করছেন যে ইউটিউব ও ইসনিপস এর সাইট দু'টি তারা দেখতে পারছেন না। তিনি বলেন, আমরা ধারণা করছি ইন্টারনেট গেটওয়ে থেকে সাইট দু'টি আটকে দেওয়া হয়েছে। আমার মস্তিকে একটা ক্ষুদ্র প্রশ্ন আসলো...এই ব্লক করে কি দেশের সংহতি বৃদ্ধি পেল....জাতীয় ঐক্য সুপার গ্লু দিয়ে লেগে গেল??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.