ফেয়ার এন্ড লাভলীর টিউবে বন্দী তোমার আত্মবিশ্বাস
পুরুষ বলেছে, তুমিও মেনেছ বহুজাতিক ত্বক-সন্ত্রাস
'সিংহীর চেয়ে সিংহ মশাই গায়ে গতরে বলবান'-
পশুর উপমায় তৃপ্ত তুমি মুগ্ধতায় ইতর আখ্যান;
এপ্ এর বিন্যাশে কোন স্তরে কেন তুমি হোমো-স্যাপিয়েন্স
এসবতো ভাববে ণৃ-বিজ্ঞানী বলেই কম্ম শেষ
মুনাফালোভী পণ্য সাজায় মিথ্যার বেসাতি ঢেলে
নারী, তুমি নিজেই পণ্য সাজো সত্তায় আগুন জ্বেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।