আমাদের কথা খুঁজে নিন

   

দ্বৈত ভালোবাসা, একাকী ভালোবাসা!

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

ভালোবেসে তোমায় ক্রমশঃ দুঃসাহসী হই আমি, তুমি হতে থাকো ভীরু- বৈরী সমাজকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বেপরোয়া হয়ে উঠি আমি, অথচ তোমার চোখে স্পষ্ট দেখি সংশয়, আশন্কা আর সিদ্ধান্তহীনতা; তোমাকে দেখো তুমি, দেখো পরিবেশ-প্রতিবেশের স্বার্থটুকু- শুধু দেখো না আমার হৃদয়ের রক্তক্ষরণ! ভালোবাসা-বাসির দায়টুকু আমার 'পরেই- প্রেমাবেশের জোয়ার তোমার অধিকারে, তুমি শোনো সম্ভাবনার হিসেব-নিকেশ, আমি কাঁদি স্তব্ধ হাহাকারে। তবুও ক্ষণে ক্ষণে রং বদলাও তুমি, মনের দোদুল্যমানতায় দুলতে থাকে ভাবনাগুলো-ও; একই সাথে দোলে আমার পৃথিবীটাও- তোমার চোখ এড়ায় বার বার। এ কোন তুমি? ধোঁয়াশায় আরো হারাও যে!! ভালোবেসে বোধহয় অনুতপ্ত হতে হয়... নইলে কেন অনুতাপে তোমার হৃদয় পোড়ে? ভালোবেসে বুঝি বিহব্বল হতে হয়! নইলে কেন বিষন্নতা তোমার চোখে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।