প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, তোমরা এখন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছ। এ সময়ের সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহারের ওপরই তোমার জীবনের পরবর্তী গতিবিধি অনেকাংশে নির্ভর করছে। তাই, অযথা সময় নষ্ট না করে এর সঠিক ব্যবহারই তোমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে।
আজ তোমাদের জন্য সংক্ষেপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ও ঘ ইউনিটের ভর্তি প্রস্তুতির বিষয়ভিত্তিক রূপরেখা তুলে ধরছি। মনে রাখবে, বোর্ড পরীক্ষার সঙ্গে তুলনায় ভর্তি পরীক্ষার প্রস্তুতি বেশ আলাদা।
বিজ্ঞান বিভাগ থেকে ঘ ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের পড়াশোনার ব্যাপারে একটু বেশিই যত্নশীল হতে হবে। ভর্তি পরীক্ষায় বাংলায় থাকে ২৫% নম্বর। বাংলার ভালো প্রস্তুতির জন্য ১ম ও ২য় পত্রে সমান গুরুত্ব দেবে। সাহিত্য অংশের প্রতিটি ছোটগল্প, প্রবন্ধ ও কবিতার নাড়ি-নক্ষত্র আত্মস্থ করতে হবে। নখদর্পণে রাখবে সব তথ্য ও পরিসংখ্যান।
শব্দার্থ ও টীকার বিষয়টিও দেখবে সতর্কভাবে। লেখক পরিচিতি যেন বাদ না যায়। আর ব্যাকরণের ক্ষেত্রে ৯ম-১০ম শ্রেণীর 'বাংলা ভাষার ব্যাকরণ' বইটি পুরো দখলে আনবে। আর উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ব্যাকরণের বিষয়গুলোও ভালো করে পড়বে। বাংলা সাহিত্যের ইতিহাস ও কবি-সাহিত্যিকদের জীবনী থেকেও কিছু প্রশ্ন আসে।
ইংরেজি অংশে থাকে পরীক্ষার ২৫% নম্বর। খ ইউনিটে সচরাচর প্রথমপত্রের পাঠ্যবই থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তাই খ ইউনিটে যারা পরীক্ষা দেবে তারা পাঠ্যবইটি খুব ভালোভাবে পড়বে। অপরদিকে বিগত বছরগুলোতে ঘ ইউনিটের পরীক্ষায় যদিও প্রথমপত্রের পাঠ্যবই থেকে কোনো প্রশ্ন আসেনি তারপরও এর ওপর তোমাদের ধারণা থাকা জরুরি। আর ইংরেজি সাহিত্য ও কবি-সাহিত্যিকদের জীবনীবিষয়ক তথ্য অবশ্যই জানতে হবে।
বানান শুদ্ধিবিষয়ক প্রশ্ন সচরাচর থাকে। বিগত বছরগুলোতে passage সংক্রান্ত প্রশ্ন বরাবরই ছিল। এক্ষেত্রে শব্দভাণ্ডার শক্তিশালী থাকা জরুরি। এ জন্য শুধু পাঠ্যবই পড়লেই হবে না প্রতিদিন কিছু সময় ইংরেজি পত্রিকা পড়ার চেষ্টা করতে হবে। আর ব্যাকরণের জন্য সাধারণ প্রস্তুতির পাশাপাশি বিশেষ সহায়ক হবে Cliffs TOEFL বইটির ৩৯ থেকে ২২৮ পৃষ্ঠা পর্যন্ত।
তবে Cliffs TOEFL ইংরেজিতে রচিত বলে অনেক কিছুই তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। এক্ষেত্রে তোমরা মুজাহিদ হোসাইন চৌধুরির Cliffs TOEFL এর সহজ বাংলা সংস্করণ বইটি পড়তে পার।
খ ও ঘ উভয় ইউনিটের পরীক্ষায় বড় ভূমিকা রাখে সাধারণ জ্ঞান। এতে বরাদ্দ মার্কস ৫০%। সুনির্দিষ্টভাবে সাধারণ জ্ঞানের সিলেবাস নির্ধারণ মুশকিল।
তাই এ অংশে ভালো করার জন্য নিয়মিত পত্রিকা পড়তে হবে। সাধারণ জ্ঞানের প্রশ্ন হয় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ঘিরে। বাংলাদেশ বিষয়াবলীতে বাংলাদেশের আয়তন, প্রাশাসনিক কাঠামো, সরকার ব্যবস্থা, সংসদ ও গণতন্ত্র, শাসন ব্যাবস্থা, পরিবহন ব্যবস্থা, বন্দর, প্রতিরক্ষা ব্যবস্থা, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ইত্যাদির খুঁটিনাটি জানতে হবে। প্রাকৃতিক তথ্যসমূহ যেমন নদ-নদী, ভূভাগ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য, দেশের উজানে থাকা বিভিন্ন বাঁধ ও সেচ প্রকল্প, হিমালয় অঞ্চলে বিভিন্ন দেশের নেওয়া প্রকল্পের তথ্য, হাওর, নদ-নদী, দ্বীপাঞ্চল ইত্যাদি সম্বন্ধে স্বচ্ছ ধারণা দরকার। প্রাকৃতিক সম্পদের বিবরণ ও এ সংক্রান্ত সাম্প্রতিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ।
সংবিধান ও আইন থেকে প্রতিবারই প্রশ্ন থাকে। অর্থ ও বাণিজ্যসংক্রান্ত তথ্য যেমন দেশের বর্তমান জিডিপির আকার, প্রবৃদ্ধির হার, মাথাপিছু আয় ইত্যাদি বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া বর্তমান অর্থনৈতিক কাঠামো, রপ্তানির হার, প্রবৃদ্ধি, পণ্য রপ্তানিবিষয়ক ও রপ্তানিসংক্রান্ত বিভিন্ন চুক্তি, দাতা সংস্থা ও জাতীয় বাজেটবিষয়ক তথ্যও অনেক গুরুত্বপূর্ণ। ট্রানজিট ও এ সম্পর্কিত চুক্তি, বিভিন্ন বাণিজ্য নীতিবিষয়ক তথ্যাবলীও জানতে হবে। ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে আরও যেসব বিষয়ে ভালো জ্ঞান থাকা জরুরি সেসব হলো খেলাধুলা, দেশি-বিদেশি সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, নাট্যকলা, বিভিন্ন কালজয়ী গানের সুরকার ও রচয়িতা, অঞ্চলভিত্তিক শিল্প সাহিত্য, দেশ-বিদেশের বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ঐতিহাসিক ঘটনা বিশেষ করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত মৌলিক তথ্য ইত্যাদি।
বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপট ঘিরে হয় আন্তর্জাতিক অংশের প্রশ্ন। সাধারণ জ্ঞানের ব্যাপারটি মুখস্থ করার মধ্যে পড়ে না। আগ্রহ নিয়ে বিভিন্ন বিষয় ভালোভাবে জানতে হবে। সে সঙ্গে ধৈর্যও রাখতে হবে।
উল্লেখ্য, খ ইউনিটের পরীক্ষায় সাধারণত সাম্প্রতিক বিষয়গুলো আর ঘ ইউনিটে মৌলিক বিষয়গুলো বেশি গুরুত্ব পায়।
দৈনিক পত্রিকা আর তথ্য ভিত্তিক মাসিকগুলো নিয়মিত পড়তে হবে। তাছাড়া সাধারণ তথ্যগুলোর ক্ষেত্রে পছন্দমাফিক দু' একটি বই পড়াই যথেষ্ট। বিগত বছরগুলোর প্রশ্নপত্র মূল্যায়ন ও সে অনুযায়ী প্রশ্নপত্রের একটি রূপরেখা প্রণয়ন করে প্রস্তুতি গ্রহণ করলে উপকৃত হবে। বিভিন্ন তথ্য মনে রাখার জন্য কৌশল অবলম্বন করতে পার। সর্বোপরি এগোতে হবে যথাযথভাবে।
তোমাদের সবার জন্য শুভ কামনা।
*মো. এহসানুল হক শিপন, শিক্ষার্থী
অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।