উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
অসকার পুরষ্কারের শো কিছুটা দেখার পর বাকিটা শুনছি। "স্লামডগ মিলিয়নেয়ার" চারটা (পাঁচটা হয়ে গেছে লিখতে লিখতে)অসকার পেল; ক্যটাগরি বলতে পারব না। শো এখনও চলছে। আরও কয়েকটা পুরষ্কার পেতে পারে। ছবিটার ভিডিও কোন রকমে দেখা হয়ে গেছে।
ছবিটা ব্যতিক্রমধর্মী বিশেষ ছবি আমার কাছে মনে হলেও, এর নাম করন মোটেও বস্তিবাসীর জন্য সন্মান আনেনি। "ডগ" মানে "কুত্তা"। পুরো ভারতীয় উপমহাদেশে একটা "গালি"; হিন্দি ছবি বিশেষ করে অমিতাভ বাচ্চন এর ছবি দেখেছেন; "কুত্তা, কমিনা; ম্যয় তুঝে জান সে মার ঢালুঙ্গা"। বাংলায় মানে করলে দাড়ায়, "কুত্তা, ছোটলোক, তোরে জানে মেরে ফেলব"।
আমার মতে স্লাম মিলিয়নেয়ার রাখলেই যথেষ্ট ছিল।
"ডগ" শব্দটি যোগ করে, বস্তিবাসীদের ছবির নির্মাতারা অবমাননা করেছেন। নির্মাতাদের এই জিনিষটি/ বিষয়টি অবশ্যই বস্তিবাসীদের নিকট বিশ্লেষন/ব্যখ্যা দেয়া উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।