আমাদের কথা খুঁজে নিন

   

দ্যা বেস্ট ফ্লিম -- স্লামডগ মিলেনিয়ার .... এবং বাস্তবতা...



অস্কার প্রতিযোগিতার ইদুর দৌরে ৮টি বিষয় সহ Slumdog Millionaire দ্বিতীয় অবস্থানে ... ইনডিয়ানদের জন্য এটা ঠিক কতটুকু সুখের বলা মুশকিল। ছবিটি মুক্তি পাওয়ার পর পরই বিগ বি অমিতাভ বচ্চন ছবিটিকে প্রত্যক্ষান করেন। তার মতে এই ছবি দ্বারা সমগ্র বিশ্বে ইনডিয়ানদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। ছবিটি এককথায় অসাধারন। সর্ব গুনে শুদ্ধ।

ছবির লেখক এবং পরিচালক বাস্তবতা এবং বাস্তবতার কাছাকাছি পৌছে দর্শকের হৃদয়কে দোলা দিতে সক্ষম হয়েছেন। আর এটাই হয়েছে অমিতাভজির গাত্রদাহের কারন। একটি বস্তির শিশু কিভাবে বেড়ে উঠে তা শতভাগ বাস্তবতার সাথেই চিত্রিত হয়েছে। ছোট শিশুদের চুরি করে নিয়ে যায় একশ্রেনীর অমানুষ। এরপর এদের বিকলাঙ্গ করে নামিয়ে দেওয়া হয় ভিক্ষাবৃত্তিতে।

যা মানবতার বিরুদ্ধে অপরাধ। আরও আছে কিশোরীদের নাচিয়ে ধনি শ্রেনীর মনোরঞ্জন অধ্যায়। যার ঘৃন্য ছোবল আমাদের দেশ পর্যন্ত এসে পৌছেছে। ভারতের এই মানবতার বিরুদ্ধে অপরাধ আজ যেনেছে সারা বিশ্ব। আর এতে অমিতাভজিরা যে জ্বলে উঠবেন এইটাইতো স্বাভাবিক।

এতো গেল পয়সার একদিক -- অপরদিকটাযে খুব একটা স্বচ্ছ তাও নয়। ভারত আজ বিশ্ব অর্থনিতি, সমরশক্তিতে ৪ নম্বর--৫নাম্বার ইত্যাদি। ইউরোপিয় বনিক শ্রেনী ইত্যাদির আজ ভারত ছাড়া চলেনা। কোন অবস্থান থেকে ভারতের আজ এই উথ্থান তা মনেকরানোর জন্য ও বৃটিশ পরিচালকের Slumdog Millionaire -- অধ্যায়ের অবতারনা হতে পারে। ঘটনা যাই হোক ছবি দেইখা মজা পাইছি।

লেখক এবং পরিচালককে ধন্যবাদ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.