আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমে ফালাই দিতাছে (১টি আজাইরা পোস্ট, মাইন্ড করবেন না কেউ,plzzz )

ঘুম ভাঙ্গার পরও সব স্বপ্নময় মনে হয়। বাস্তব রূঢ়তা সহ্য করা এতো কঠিন.........

বাহ বাহ, বলগ লিখতে গিয়া দেখি ঘুম দূর হয়া যাইতাছে । বাংলা টাইপিং আমার জন্য একটু কষ্টদায়ক, তাই ঘুম দূর হইতাছে মনে হয়। আচ্ছা তাইলে আরেকটু লিখি আজ কদিন থেকে অফিস এ আসার একটু পরেই ঘুম পাইতে থাকে। বেপারটা এমন না যে অফিসে কোনো কাজ-কাম নাই , বরং উল্টো।

ঘুম দৌড়ে পালানোর মতো কাজ হাতে , তবুও ঘুমে আমারে ফালাই দেয়। এতদিন বিরাট এক রুমে ৪ জন বসতাম , কখন কে আসবে তাই রবোটের মত পিঠ সোজা করে attention মেরে , খুবই sincere আতেল প্রোগ্রামার সেজে ভাব ধরে বসে থাকতে হতো। ভাবটা এমন যেন আমার মাথায় কতোই না জটিল কোডিং এর প্যাচ ঘুরতাছে । আর, এখন পাইছি আলাদা রুম, attached ওয়াশ রুম,বাইরে যাবার দরকারই পরে না। দরজা লাগাইয়া ২ কলিগ চেয়ারে পা তুইলা বইসা থাকি , কখনো বা CPU'র উপরে পা তুলে চেয়ার হেলিয়ে সটাং।

আর ঘন্টা দুয়েক পর পর বেল বাজিয়ে floor boy কে ডেকে বলি 'চা দেও/কফি দেও' । আর তাই মাথার উপর অফিসের প্রজেক্ট, কিছু freelancing প্রজেক্ট, সব নিয়া বইসা বইসা হাই তুলি, অনেক কস্টে চোখের পাতা খুলে রেখে ব্লগ পড়ি, আর এখন চেয়ারে পা তুলে হাটুর উপর মুখ রেখে আজাইরা বলগ লিখি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।