রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করেছেন প্রায় দুই হাজার পোশাকশ্রমিক। আজ সোমবার সকাল আটটা থেকে অবরোধ চলছে। এতে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসা গ্রুপের একটি বন্ধ কারখানা খুলে দেওয়া ও পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রোববার রাতে নাসা গ্রুপের একটি কারখানার বিভিন্ন স্থানে ফাটল ধরা পড়ে।
এরপর মালিকের সঙ্গে আলোচনা করে কারখানাটিতে কাজ বন্ধ রাখার পরামর্শ দেয় পুলিশ। কর্তৃপক্ষ ওই কারখানা থেকে রাতেই যন্ত্রপাতি ও পোশাক তৈরির সরঞ্জাম অন্যত্র নিয়ে যাচ্ছিল। শ্রমিকেরা এতে বাধা দেন। পরে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ রাখে। আজ সকালে কাজে গিয়ে কারখানা বন্ধ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
কারখানা খুলে দেওয়া ও পাওনা পরিশোধের দাবিতে সকাল আটটার পর দুই হাজারের বেশি শ্রমিক সড়ক অবরোধ করেন। সমস্যা নিরসনে বিজিএমইএ, সংশ্লিষ্ট কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠক চলছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।