বিবেক খাটাই
এক নাস্তিক একজন আলেমের সাথে দেখা করে দুটি প্রশ্ন করল। ১। যা দেখি না তা কি করে বিস্বাস করি, ২। আল্লাহ তো ভাগ্য লিখে রেখেছেন,খে কি করবে। তাহলে খারাপ,ভালোতে তো আমার কোন হাত নেই।
জবাবে আলেম একটু সময় চাইলেন। কিছুক্ষন পরে এক টুকরা ইট তিনি সজোরে নাস্তিকের গায়ে মারলেন। নাস্তিক এতে অভিমানিত হয়ে কাজীর কাছে বিচার চাইলেন। কাজী আলেমকে বললেন,সে তোমার কাছে দুটি প্রশ্ন জানতে চাইল আর তুমি তাকে মারলে কেন? সে ব্যথা পেয়ে নালিশ করেছে।
জবাবে আলেম বলল,আমি তার দুটি প্রশ্নের জবাব এক ইট দিয়ে দিয়েছি।
কাজী বললেন, সেটা কিভাবে?
আলেম বলল,সে বলেছে যা দেখা যায় না,তা বিস্বাস করা যায় না। তাহলে সে যে ব্যথা পাচ্ছে তা তো আপনি আমি কেউ দেখছিনা। সে শুধু অনুভব করছে।
কাজী বললেন,তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর ?
আলেম বললেন,উটা তার কপালে লেখা ছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।