Woman
You are kept in dark,
Yet you bring light;
You make the family learned and bright,
Though you are often deprived of education and right .
Here ,there ;
You suffer, everywhere.
From childhood to death
You possess a fatal fate.
Yet you are the bringer of life on earth
And let them have food, shelter and breathe.
You are the creator of society
But the society tells you guilty.
In childhood, youth and old
You are precious for a man like gold
You help them to gain
You alleviate their sufferings when they are in pain.
But your sufferings knows no ending
Rather it increases day by day;
Hope for the best pity woman
You will achieve every right someday.
নারী
তোমাকে আধারে রাখা হয়
যদিও সেখান থেকে অলো ছড়াও;
তুমি শিক্ষিত করে তুল জাতি
যদিও তুমি শিক্ষা বঞ্চিত অধিকার বঞ্চিত অতি।
সর্বত্রই তোমার বঞ্চনা
শৈশব থেকে মরণ
সর্বত্রই তোমার কঠিন ভাগ্য বরণ!
যদিও তুমি মানবেরে জন্ম দাও
তারে খাদ্য বিলাও আশ্রয় দাও ।
তুমি সৃজেছো বিশ্বসংসার
রচেছো মায়ার আঁধার
তবু সমাজ তোমারে দোষে বারে বার।
আবাল বৃদ্ধ বনিতা জনে
তুমি অমূল্য রতন অবশ্যম্ভাবী সকলে মানে
নারী তুমি পুরুষের তরে সফলতা আনো
ব্যর্থতায় তাদের সান্তনা দানো ।
তোমার বঞ্চনার সীমা নাই
দিনে দিনে তা কেবলই বেড়ে যায়।
শুভকামনা বিজয়ী লক্ষী নারী
সকল অধিকার নিয়ে কোন একদিন সফল হবে তুমি এই কামনা করি।
(আমি অতীব নিরীহ প্রকৃতির মানুষ। কবিতা লেখার প্রচেষ্টা করি মাত্র। কাকের ঠ্যাং বকের ঠ্যাং টাইপ কবিতা। তাপরও লিখি।
)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।