রাজা
মন্ত্রঃ
রাণী একদা চৌতলায় বসিয়া অট্টহাসি করিতে করিতে সকাল সাতটার সময় পঞ্চ দশ রাজার সঙ্গে তিন ছয় নয় নবদ্বীপে যাত্রা করিলেন।
ইহা জপিতে জপিতে মুখস্ত করিয়া ফেলিবে। মুখস্ত হইয়া গেলে । ৫২ টা তাস হইতে যে কোন এক প্রকার ( ইস্কাপন, চিরুতন, রুইতন, হরতন) তাস আলগা করিবে। অতপর মন্ত্র অনুযায়ী তাস গুলিকে সাজাইবে । দেখতে হবে অনেকা এই রকম।
Q 4 A 8 J 2 7 510 K 3 6 9
তাস গুলিকে উল্টা করিয়া হাতে নিবে । তাহার পর বানান করিয়া ওয়ান, টু ... থারটিন পড়িতে থাকিবে এবং প্রতিটি অক্ষরের সাথে সাথে একটি করে তাস উপর থেকে নীচে আনয়ন করিবে।
যেমন প্রথমে পড়িবে ওয়ান - ও এন ই
ও বলার সাথে সাথে Q 4 A 8 J 2 7 510 K 3 6 9 এখান হকে Qকে উপর থেক নীচে নিয়া আসিবে
তাহা হইলে সিরিজ টি দাড়াইবে এরপর বলিবে এন এবং একটি তাস উপর হইতে নীচে আনয়ন করিবে সিরিজটি হইবে 8 J 2 7 510 K 3 6 9 Q 4 এরপর এন বলিয়া A তাসটিকে বাহির করিয়া বাহিরে ফেলে দেবে।
প্রতিটি ধাপ এইখানে দেখানো হইলো
Q 4 A 8 J 2 7 510 K 3 6 9 বলিতে হইবে ও
4 A 8 J 2 7 510 K 3 6 9 Q বলিতে হইবে এন
8 J 2 7 510 K 3 6 9 Q 4 এরপর ও বলিবে এবং A বাহিরে রাখিতে হইবে
পুনরায় সিরিজ টি হইবে হইবে
8 J 2 7 510 K 3 6 9 Q 4 বলিতে হইবে টি
J 2 7 510 K 3 6 9 Q 4 8 ডাব্লিও
ও বলিবে এবং ২ বাহিরে
7 510 K 3 6 9 Q 4 8 J - t h r e e
3
6 9 Q 4 8 J 7 510 K - f o u r
4
8 J 7 510 K6 9 Q - five
5
10 K6 9 Q8 J 7 - six
....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।