বিরুপ সময়ের সামনে দাঁড়িয়ে কষ্টকে আড়াল করে যে হাসতে পারে, সেই তো পুরুষ। ইদানিং এদেশে-ওদেশে অনেক ঘূর্নিঝড় হচ্ছে। আর তাদের নামও বিচিত্র। ক্যাটরিনা, নার্গিস, আইলা, গেলা, সিডর, মহাসেন, বল্লালসেন …..। এরপর হয়তো হবে শাবানা, মাধুরী, হকিং, বেকহাম, টেন্ডুলকার, টাইসন, ব্লেয়ার ….। তবে ঘূর্নিঝড়ের যে চরিত্র তাতে এদের নাম হওয়া উচিত চেঙ্গিস, হালাকু, হিটলার, বুশ, মীর জাফর, এরশাদ সিকদার …… ইত্যাদি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।