দুর্নীতি করলে বাংলাদেশ অপমানিত হবে
দুদক চেয়ারম্যান
দুর্নীতি করলে বাংলাদেশকে অপমানিত করা হয়। সহজ কথায় নিজে দুর্নীতি করবো না। বাংলদেশটা ছোট। খবর ছড়িয়ে পড়ে। আমার কাছে খবর আছে আপনারা কি করেন আর না করেন।
এসব লুকানো থাকেনা। তাই খেয়াল রাখবেন নিজ আঙিনায় যেন দুর্নীতি ঢুকতে না পারে। দুর্নীতি দূর করা দূরহ কাজ। এ কাজটা সবাই মিলে দূর করতে হবে। মঙ্গলবার কুড়িগ্রাম টাউন হলে দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত `দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক আলোচনা সভায় দুদক চেয়ারম্যান লে: জেনারেল (অব হাসান মাসহুদ চৌধুরী এ কথা বলেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি সামিউল হক নান্টুর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল লতিফ, নব নির্বাচিত সদ উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, পৌর মেয়র আবু বকর সিদ্দিক, টিআইবি সনাক আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, ডা: হাবিবুর রহমান প্রমূখ।
এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, অতিতে যেসব মামলা হয়েছে সেইসব মামলা গুলো আইনী প্রক্রিয়ায় চলবে। তিনি জোর দিয়ে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন যতো জোরদার করা যাবে দুর্নীতিবাজরা ততই সঙ্কুচিত হবে। দুর্নীতি দমন কমিশনের পক্ষেই কেবল দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এর জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে বিশেষ করে সরকারী কর্মকর্তা এবং সামাজিক নেতাদের অগ্রনী ভূমিকা নিতে হবে।
এ ছাড়াও সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি'র সনাক নেতৃবৃন্দদের সাথে বৈঠক করেন। পরে দুপুরে নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমী ফুটবল মাঠে উপজেলা দুপ্রকের আয়োজনে প্রাক্তন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহ্জ্বা আব্দুল হাকিমের সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর, উপজেলা চেয়ারম্যান আসলাম সওদাগর, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু প্রমূখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।