ফোঁটায় ফোঁটায় জহর আমি জমা করে রাখি তোর নাম করে বুড়ি জপি নতুন রুবাই ।
ঝিম ধরানো গান
এহসান হাবীব
এ এক গোপন অসুখ
নিজেকে শিকার ভেবে কী নিপুণ ল্যভেদ!
কী অকেশে!
চমৎকার! আনন্দময় শিকার উৎসবের দিন-
এই ছটফটানি রেখে
শিয়রে আগুন জ্বেলে
নিজেই পুরছি মুখে নিজেরই দাওয়াই।
আমারি আমি সে
তবুও অন্য কারও বাস অন্য জানালায়
লটকে থাকা দিন-
যেন পুড়ছে বহুদিন; আমারি বিড়ির আগুন
এক লহমায় রঙিন।
ছুঁইনি যদিও তাকে নাড়িয়ে গেল হাওয়ায়
সকাল বেলার ঋণ।
আর যতসব গোয়ার্তুমি রেখে
দাঁড়িয়েছি নিজেরি পায়ের ভরে
অমনি কেন বাস নিকট হতে ছুটে?
আমার সঙ্গে আমারি ছলচাতুরী
আমার রক্তে আমিই আজ লাল!
নিজের খুনি নিজেই উন্মাতাল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।