আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগিং জীবনে আমি ৩ জনের কাছে ব্লক খাইলাম।

আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।

ব্লগিং জীবনে আমি ৩ জনের কাছে ব্লক খাইলাম। প্রথম ব্লকটা কার কাছে খাইছি মনে নাই তবে ঐটা প্রথম ব্লক বলে এই টুকুন মনে আছে আমি ব্লক খাইছি। মানুষ প্রথম প্রেম ভুলে না আমি আমার প্রথম ছ্যাকার কথা ভুইলা গেছি আফসুস খাওয়া ছারা আমার আর কি আছে জীবনে। ২নং ব্লকটা আমি অনেক দিন পরে খাইছি তাও বছরের প্রথম মাসে আমার এই বছরটা ব্লক খাইতে খাইতে যাবে বুঝতে পারতেছি।

নাফে ভাই আমারে ব্লক করছে খুব কষ্ট পাইছি ঐদিন এই দুঃখে আমি সুইসাইট খাইতে চাইছিলাম কিন্তু পারি নাই ৩ নং ব্লকটা খাইলাম ব্লগের এক শিল্পপতির ব্লগে না না চাকরী চাই নাই ওনার একটা মন্তব্য স্ক্রিনশট নিয়ে ওনাকে দেখাইছি মাত্র। এইদিনতো আমি সুইসাইট খাইবার লাগি ১টাকার লাল সুতা কিনে আনছি যার ব্লগে এত এত গঠন মূলক আলোচনা হয় তার ব্লগে আমি ব্লক খাইলাম। আমার ব্লগিং জীবনটাই বৃথা তাই আমি সারা দিন রাস্তায় রাস্তায় ঘুরে একটা কচু গাছের খোজ করতে লাগলাম। লাল সুতা দিয়ে গলায় দরি দিবো চিন্তা করছিলাম। সারাদিন ঘুরার পরে সন্ধায় একটা ২ হাত লম্বা কচু গাছও পাইলাম শক্ত করে সুতা বাইধা গলায় পরলাম লাফ দিয়া যেইনা আমি বালির মধ্যে ঝাপ দিবো ঠিক.. ঠিক ঐসময় আমার একটা গায়েবী মেয়েলি আওয়াজ শুনলাম আমারে ডাকদিলো ওগো তুমি আমাকে ছেড়ে কই চলে যাইতেছো।

বিয়ের আগেই তুমি আমাকে বিধবা করে চলে যাইতে পারোনা। বউয়ের চিন্তায় এই যাত্রায় আমার আর সুইসাইট খাওয়া হইলো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.