রাজধানীর বাড্ডায় কুয়েতি মসজিদ এলাকা থেকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় রেদওয়ান বিন ইসহাককে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রেদওয়ান এমএলএম কোম্পানি এইমওয়ে করপোরেশন লিমিটেডের মালিক ও চরমোনাই পীর মরহুম মাওলানা ফজলুল করিমের ছেলে। মঙ্গলবার রাত আড়াইটায় তাকে গ্রেফতার করা হয়। বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন জানান, বাড্ডা কুয়েতি মসজিদ এলাকায় কয়েকজন টাকা পেতেন বলে রেদওয়ানকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে রাত সাড়ে ৮টায় বাড্ডা থানা পুলিশ তাকে উদ্ধার করে পল্টন থানার সঙ্গে যোগাযোগ করে।
পল্টন থানার পরিদর্শক আলমগীর ভূঞা জানান, রেদওয়ানের বিরুদ্ধে পল্টন থানায় সাত-আটটি অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা রয়েছে। তাকে উদ্ধারের পর বাড্ডা থানা পুলিশ পল্টন থানায় যোগাযোগ করলে রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রিমান্ড চেয়ে আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, এইমওয়ে কোম্পানির অধীনে এমএলএম ব্যবসা রয়েছে। পল্টন থানা সূত্র জানায়, ৫ জুলাই পল্টন থানায় আবদুস সাত্তার নামে এক ব্যক্তি সোয়া ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এমএলএম কোম্পানি এইমওয়ে করপোরেশনের মালিক রেদওয়ানের বিরুদ্ধে মামলা করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।