সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর। গতকাল পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় এ কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ লোকজন নিখোঁজ হচ্ছেন। পরে তাদের লাশ পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, ৫ জানুয়ারি একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর থেকেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান, এ টি এম হেমায়েত উদ্দিন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।